স্পোর্টস ডেস্ক : সিলেটে অবস্থান করছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেখানে তারা স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
আগামী ৩০ আগস্ট লিটন কুমার দাসদের মুখোমুখি হবে ডাচরা। তার আগে বাংলাদেশকে বেশ সমীহ করছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
টাইগারদের কঠিন প্রতিপক্ষ হিসেবে মানলেও উপমহাদেশে অনেক ক্রিকেটারের খেলার থাকায় ভালো করতে আত্মবিশ্বাসী ডাচ অধিনায়ক। সেই অনুযায়ী সিলেটে প্রস্তুতি নিচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা।
এডওয়ার্ডস বলেন, ‘আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিসই পান।
আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন-বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগতে থাকে।
উপমহাদেশের উইকেটে স্পিনারা বেশি সুবিধা পেয়ে থাকে। মূলত টার্নিং উইকেট হওয়ায় লো-স্কোরিং ম্যাচ দেখা যায় বেশি। সিলেটে আসার পর থেকেই উইকেট অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন এডওয়ার্ডস।
ডাচ অধিনায়ক বলেন, ‘আমি আসলে এখনো উইকেট দেখিনি। আমি মনে করি, আমরা হয়তো আজকে একটু পরে বা আগামীকাল গিয়ে দেখব। কিন্তু সব রিপোর্ট অনুযায়ী শুনেছি যে এটা সিলেটে ভালোভাবে ব্যবহার করা যাবে। তাই আমি মনে করি আমরা নিচু বাউন্স এবং টার্নিং উইকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ অক্টোবর।