শিরোনাম
◈ প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ডলার ◈ প্রকাশ্যে হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আলটিমেটাম ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন ◈ কুমিল্লায় বিদেশ থেকে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবুল হাসান ◈ মোবাইল হ্যাকিংয়ের শিকার মোল্লাহাটের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ◈ কুমিল্লার লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে বরপক্ষকে মারধর ও লুটপাটের ঘটনায় কনে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা ◈ এবার এআই ব্যবহার করে পুঁজিবাজারে প্রতারণা, বিনিয়োগকারীদের বিএসইসির সতর্কবার্তা ◈ ডিপ্লোমা-বিএসসি ইঞ্জিনিয়ারদের সংকট সমাধানে কাজ করছে সরকার: উপদেষ্টা ◈ রাতে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট, উত্তোলন বন্ধ

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। তবে খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।

সূত্রে জানা গেছে, পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজে ব্যবহৃত অপরিহার্য বিস্ফোরক দ্রব্য সময়মতো সরবরাহে ব্যর্থ হয়েছে এমজিএমসিএল। এর ফলে খনির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগেও সরবরাহ ঘাটতির কারণে একাধিকবার খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছিল।

খনি বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘ সময় ধরে খনির কার্যক্রম বন্ধ থাকলে ব্যবহৃত মেশিনারিজ ও যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ার আশঙ্কা থাকে। এতে খনির উৎপাদন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয়রা দ্রুত বিস্ফোরক সরবরাহ নিশ্চিত করে খনির কার্যক্রম সচল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমজিএমসিএলের এমডি প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, “বিস্ফোরক সংকটের কারণে খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে রক্ষণাবেক্ষণ কাজ অব্যাহত থাকবে। দ্রুত বিস্ফোরক খনিতে পৌঁছালে উৎপাদন আবার শুরু করা সম্ভব হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়