শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে কাশ্মীরে অপরাধযজ্ঞ চালানোর সুযোগ দেবে না পাকিস্তান সেনাবাহিনী!

রাশিদ রিয়াজ : পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীরে অবৈধ পদক্ষেপ থেকে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নেয়ার চেষ্টা করছে ভারত। কিন্তু কোনোভাবেই ভারতকে কাশ্মীরে তাদের অপরাধযজ্ঞ চালানোর সুযোগ দেয়া হবে না।

সোমবার সীমান্তবর্তী বাগ সেক্টর পরিদর্শনের সময় জেনারেল বাজওয়া একথা বলেন। সেখানেই তিনি পাক সেনাদের সঙ্গে ঈদের নামায আদায় করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ খবর দিয়েছে।

জেনারেল বাজওয়া বলেন, অধিকৃত জম্মু-কাশ্মির ইস্যু থেকে বিশ্ববাসীর দৃষ্টি সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নিতে চাইছে মোদি সরকার। এ লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো কিছু করতে পারে। এ পরিস্থিতিতে জম্মু-কাশ্মিরে তাদেরকে আমরা গোপনে কোনো অপরাধযজ্ঞ চালাতে দেব না।”

পাক সেনাপ্রধান বলেন, “আমাদের ধর্ম শান্তির শিক্ষা দেয় তবে সত্যের জন্য শক্তভাবে দাঁড়ানো এবং আত্মত্যাগের কথাও শিক্ষা দিয়েছে। আমরা আমাদের কাশ্মীরি ভাই-বোনদের পাশে দাঁড়াব; এজন্য যত সময় লাগুক আর যে প্রচেষ্টা চালানোর প্রয়োজন হয়- সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা এ চ্যালেঞ্জ মোকাবেলা করব, ইনশাল্লাহ।”

পাকিস্তান সেনাবাহিনী এবারের ঈদকে সম্পূর্ণভাবে কাশ্মীরের জনগণের জন্য উৎসর্গ করেছে। পারসটুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়