শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে মুক্তি প্রতীক্ষিত তিন ছবি ‘বন্ধন’ ‘বেপরোয়া’ এবং ‘মনের মতো মানুষ পাইলাম না’

ইমরুল শাহেদ : ঈদুল আজহায় তিনটি ছবি মুক্তি পাবে বলে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। এই তিনটি ছবির মধ্যে রয়েছে বন্ধন, বেপরোয়া এবং মনের মতো মানুষ পাইলাম না। যদিও ঢাকার চলচ্চিত্রের বাণিজ্যিক পরিস্থিতি এখন আর আগের মতো রমরমা নেই, তারপরও প্রতি ঈদে ছবি মুক্তি নিয়ে একটা হুড়োহুড়ি থাকেই। জাকির হোসেন রাজু পরিচালিত এবং শাকিব খান-বুবলী তারকায়িত মনের মতো মানুষ পাইলাম না ছবিটির শুটিং এখনো চলছে। সম্পাদনা, ডাবিং এবং অন্যান্য কারিগরি কাজ তো অবশিষ্ট আছেই। কিন্তু ছবিটির ঈদ বুকিং শুরু হয়ে গেছে। প্রদর্শকরাও চাইছেন ছবিটি আসুক। কাকরাইলের একজন প্রদর্শক বললেন, তিনিও ছবিটি প্রদর্শনের জন্য আগ্রহী। তবে প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, ঈদ মুক্তির জন্য তারা এখনো কোনো আবেদন পাননি। প্রদর্শকদের সূত্রে জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার বেপরোয়া ছবিটিও মুক্তি পাবে। এ ছবিটিতে রয়েছেন রওশান ও ববি। এই ছবিটির ব্যাপারেও প্রদর্শকদের আগ্রহ রয়েছে। পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছেন তার নির্মিত বন্ধন ছবিটিও ঈদে মুক্তি পাবে। এ ছবিটির নায়িকাও অর্চিতা স্পর্শিয়া। উল্লেখ করার বিষয় হলো অর্চিতা স্পর্শিয়া ছাড়াও শাকিব খান, বুবলী এবং ববি অভিনীত ছবি গত ঈদেও মুক্তি পেয়েছে। সেই ছবিগুলো হলো আবার বসন্ত, পাসওয়ার্ড এবং নোলক। বন্ধন ছবির নায়িকা স্পর্শিয়া জানান, প্রায় দুই বছর আগে এর শুটিং হয়েছিলো। দেশ ও নেপালের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। এরপর অনেকটা সময় পর ছবিটি মুক্তির আলো দেখছে। ববি এবং বুবলী দু’জনই এখন শুটিং নিয়ে ব্যস্ত। ববি রয়েছেন ভারতে। তিনি সে দেশের একটি ছবিতে কাজ করছেন। এছাড়া তিনি প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনও করছেন। বুবলী শুটিং করছেন এফডিসির বাইরে। কলকাতার অভিনেত্রী মৌমিতাকেও ঈদের পর্দায় দেখা যাবে। তিনি বন্ধন ছবিতে অভিনয় করেছেন। ছবিটির গল্প প্রসঙ্গে জানা যায়, পাঁচ বন্ধুর গল্প নিয়ে ‘বন্ধন’। স্পর্শিয়া এবং মৌমিতা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন শিপন, সাঞ্জু জন, তানিয়া, এ্যানি ও মিশা সওদাগর প্রমুখ। সাঞ্জু জনের বিপরীতে স্পর্শিয়া, শিপনের বিপরীতে এমি ও তন্ময়ের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মৌমিতা। ছবিতে দেখা যাবে হঠাৎ পাঁচ বন্ধু নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তাদের খুঁজে পেতে মরিয়া হয়ে উঠে সবার পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়