সৈয়দা সুরাইয়া জাহান শিউলী, ঝালকাঠি প্রতিনিধি : বাংলার থাইল্যান্ডখ্যাত বাংলার আপেল বাগান ঝালকাঠির ভিমরুলীর পেয়ারা অঞ্চল ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। নৌকায় পেয়ারা দেখে উঠে পড়েন নৌকায়, পেয়ারা হাতে নিয়ে দেখলেন, নৌকায় চড়লেন।
এরপর ট্রলারে করে ঘুরলেন পেয়ারা বাগানে। সময় কাটালেন ভাসমান পেয়ারার হাটে পেয়ারা চাষিদের সাথে। বৃহস্পতিবার সকালে তিনি ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশার ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেন। তিনি বাংলার থাইল্যান্ড, খ্যাত বাংলার আপেল খ্যাত পেয়ারা বাগান। ভাসমান বাজার দেখে ও মুগ্ধ হন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। সম্পাদনা: সুতীর্থ বড়াল