শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিপুর ও নড়াইলে পাটে পোকার আক্রমণে দিশেহারা চাষীরা

হ্যাপি আক্তার : ফরিপুর ও নড়াইলে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে একরের পর একর পাট। যার ফলে পাটের বিপর্যয় দেখা দিয়েছে। ডিবিসি নিউজ, ৯:০০।

পাট উৎপাদনের সুনাম রয়েছে ফরিদপুরের। উন্নত জাতের পাট উৎপন্ন হয় বলে এ জেলাকে পাটের রাজধানীও বলা হয়। কিন্তু এ বছর জেলার ৯টি উপজেলায় দেখা দিয়েছে ছটরা ও বিছার আক্রমণ। গাছের আগা কেটে দিচ্ছে। কোনো কিছু দিয়েও পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না।

পোকার আক্রমণ ঠেকাতে এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে উল্লেখ করে ফরিদপুর সৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কার্তিক চন্দ্র বক্রবর্তী বলেন, কৃষি বিভাগের কর্মীরা কৃষকদের সঙ্গে এ বিষয়ে উঠান বেঠক করেছেন এবং পোকার দমন বিষয়ে পরামর্শ দিয়েছেন।

এদিকে নড়াইলে পাটের উৎপাদন ভালো হলেও বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। তীব্র খরা আর অনাবৃষ্টিতে উৎপাদন ব্যাহত হয়েছে। দেখা দিয়েছে নানান রকম রোকার আক্রমণ। কৃষকদের অভিযোগ এ বিষয়ে কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি।

তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ।

নড়াইল সৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায় বলেন, খরা ও অনাবৃষ্টির কারণে পোকার আক্রমাণ বেশি দেখা যাচ্ছে। কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দেয়ার কারণে পোকার আক্রমণ কমেছে।

কৃষি বিভাগের তথ্য মতে নড়াইলে চলতি বছর ২০ হাজার ৯শ ৫৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আর লক্ষ্যমাত্রা ছিলো ২০ জার হেক্টর জমি। সম্পাদনা : রাজু আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়