হ্যাপি আক্তার : ফরিপুর ও নড়াইলে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে একরের পর একর পাট। যার ফলে পাটের বিপর্যয় দেখা দিয়েছে। ডিবিসি নিউজ, ৯:০০।
পাট উৎপাদনের সুনাম রয়েছে ফরিদপুরের। উন্নত জাতের পাট উৎপন্ন হয় বলে এ জেলাকে পাটের রাজধানীও বলা হয়। কিন্তু এ বছর জেলার ৯টি উপজেলায় দেখা দিয়েছে ছটরা ও বিছার আক্রমণ। গাছের আগা কেটে দিচ্ছে। কোনো কিছু দিয়েও পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না।
পোকার আক্রমণ ঠেকাতে এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে উল্লেখ করে ফরিদপুর সৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কার্তিক চন্দ্র বক্রবর্তী বলেন, কৃষি বিভাগের কর্মীরা কৃষকদের সঙ্গে এ বিষয়ে উঠান বেঠক করেছেন এবং পোকার দমন বিষয়ে পরামর্শ দিয়েছেন।
এদিকে নড়াইলে পাটের উৎপাদন ভালো হলেও বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। তীব্র খরা আর অনাবৃষ্টিতে উৎপাদন ব্যাহত হয়েছে। দেখা দিয়েছে নানান রকম রোকার আক্রমণ। কৃষকদের অভিযোগ এ বিষয়ে কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি।
তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ।
নড়াইল সৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায় বলেন, খরা ও অনাবৃষ্টির কারণে পোকার আক্রমাণ বেশি দেখা যাচ্ছে। কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দেয়ার কারণে পোকার আক্রমণ কমেছে।
কৃষি বিভাগের তথ্য মতে নড়াইলে চলতি বছর ২০ হাজার ৯শ ৫৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আর লক্ষ্যমাত্রা ছিলো ২০ জার হেক্টর জমি। সম্পাদনা : রাজু আহ্সান