শিরোনাম

প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক বন্ধুকে অপহরণ : ৪ অপহরণকারী আটক

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ফেসবুকে পরিচয়, অতঃপর বন্ধুত্ব, বন্ধুর ডাকেই ছুটে আসলেন পরে সেই বন্ধুকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিল অপহরণকারী বন্ধু। এ ঘটনায় পুলিশ ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে। অপহরণকারীরা হলেন, আলাউদ্দিন (২৪), মো: শুভ (২৩). ইমন (১৮), রফিকুল ইসলাম (২৩)। এ সময় মূল অপহরণকারী রুবেল ওরফে সুজন (২৫) পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরের তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এসময় মুক্তিপণ আদায়ের ৪০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ও ৭টি মোবাইল ফোন ও একটি রূপার চেইন উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ জালকুড়ি আরকে পার্ক এলাকায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন পারভেজ জানান, রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকার সূর্যত আলীর ছেলে মিঠুনের সাথে ফেসবুকে সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকার রুবেল ওরফে সুজনের সাথে বন্ধুত্ব হয়। সোমবার মিঠুন ফেসবুক বন্ধুর ডাকে জালকুড়ি বাসস্ট্যান্ডে আসে। রুবেল তার সহযোগী ইমনের মাধ্যমে মিঠুনকে আরকে পার্কের পিছনে নিয়ে যায়। সেখানে রুবেল ও তার ৪ সহযোগী মিঠুনকে আটকে রেখে মারধর করে সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ও একটি রূপার চেইন ছিনিয়ে নেয়। পরে রুবেল তার মোবাইল থেকে মিঠুনের ভগ্নিপতির কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করলে ভগ্নিপতি বিকাশের মাধ্যমে রুবেলকে ৪০ হাজার টাকা দেয়। টাকা পেয়ে তারা মিঠুনকে ছেড়ে দেয়। এ ঘটনায় মিঠুন থানায় এসে অভিযোগ করলে অভিযান চালিয়ে ৪ অপহরণকারীকে আটক করা হয়।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়