যায়েদ হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ সমস্যা সমাধানের লিখিত আশ্বাস দিলেও তা রাখেননি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। অধিভুক্ত কলেজ বিষয়ে আর কোনো আশ্বাস নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে যৌক্তিক সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা।
পূর্ব পরিকল্পনা ছাড়াই ২০১৭ সালের ১৬ ই ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো কবি নজরুল সরকারি কলেজ ,ঢাকা কলেজ , ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ , সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ,ও সরকারি বাংলা কলেজ।
অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজে নেমে আসে কালো অধ্যায়। দীর্ঘ ৯ মাস সাত কলেজের কার্যক্রম বন্ধ থাকার পর মানববন্ধন অনশন কর্মসূচি অবরোধ সর্বশেষ সিদ্দিকের চোখের বিনিময়ে ঢাবি,সাত কলেজের কার্যক্রম ধীরগতিতে শুরু করে।কিছুদিন চলার পরে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ২৩ ও ২৪ এপ্রিল ৫ দফা দাবিতে টানা আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি গুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে ছাত্র আন্দোলন স্থগিত করে। কিন্তু ঢাবির প্রশাসনিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষা জীবন নিয়ে হতাশ।অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র ছাত্রীরা ধারাবাহিকভাবে পরীক্ষা দিচ্ছে এবং ফলাফল পাচ্ছে।অন্যদিকে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অনিশ্চিত শিক্ষা জীবন তাদেরকে পুনরায় রাজপথে নামতে বাধ্য করেছ।
গত শনিবার আবারো জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সাত কলেজের শিক্ষার্থীরা।এবার আর কোনো আশ্বাস নয়,সমস্যার সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চান তারা।