শিরোনাম
◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো সর্বসম্মতিতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে ভারত, সমর্থন চীন-পাকিস্তানেরও

আসিফুজ্জামান পৃথিল : আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ আবারও পেতে যাচ্ছে ভারত। এবারই প্রথমবারের মতো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৫টি দেশই ভারতকে সমর্থন দিয়েছে। এমনকি সমর্থন দিয়েছে চীন ও পাকিস্তানও। তাই কোন ভোটাভুটি ছাড়াই মর্যাদাপূর্ণ এই পদ পেয়ে গেলো ভারত। ইয়ন, এনডিটিভি।

বুধবার একটি টুইট বার্তায় এ কথা জানান জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনীধি সৈয়দ আকবরউদ্দিন। এজন্য তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরের সব দেশকে ধন্যবাদ জানান। ভারত এটিকে তাদের বড় ধরণের কূটনৈতিক অর্জন বলে মনে করছে। কারণ আগে তারা এ পদে দায়িত্ব পালন করেছিলো ভোটে জিতে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। সেখানে বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য। ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলিকে দু’বছরের অস্থায়ী সদস্যপদ দেওয়ার জন্য প্রতি বছর নির্বাচন হয় জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে। ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে ২০২১ এবং ২০২২ সালের জন্য। বাকি ৯টি আসনে কোন কোন দেশ অস্থায়ী সদস্যপদ পাবে, তা চ‚ড়ান্ত হবে আগামী বছরের জুনের ভোটাভুটিতে।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য ১০টি দেশকে ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হয় ৫টি অঞ্চল থেকে। আফ্রিকা ও এশিয়া, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপমালা এবং পশ্চিম ইউরোপ-সহ অন্যান্য দেশ। আফ্রিকা ও এশিয়া থেকে বেছে নেওয়া হয় সর্বাধিক ৫টি দেশ, প‚র্ব ইউরোপ থেকে একটি, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান রাষ্ট্রগুলির এলাকা থেকে ২টি আর পশ্চিম ইউরোপ-সহ অন্যান্য দেশ থেকে ২টি। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়