বুড়িচং প্রতিনিধি : কুমিল্লার সোনার বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার রাইটার্স ক্লাবের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে 'গণমানুষের বাজেট ভাবনা-কেমন বাজেট চাই' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ মিলনায়তন শ্যামলিমায় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক এবং রাইটার্স ক্লাবের সমন্বয়কারী শরীফা বেগম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, প্রভাষক আবদুল মোতালেব এবং প্রভাষক মোমিনুল ইসলাম মিয়াজী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে হাবিবা জাকারিয়া, ইয়ানূর আক্তার এবং জাহিদ ইবনে হেলাল। সেমিনারটি উপস্থাপন করেন শিক্ষার্থী শামীম আহমেদ শাকিল এবং সাকিবা তাসনিম হক।
সেমিনারে বক্তাগণ প্রস্তাবিত বাজেটকে উন্নয়নমুখী এবং উচ্চাকাঙ্ক্ষী হিসেবে অভিহিত করেন। সমাজের উচ্চ আয়ের মানুষ, ব্যবসায়ী এবং ঋণখেলাপিদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদানের ঘোষণা থাকলেও নিম্ন আয়ের গরীব দুঃখী মানুষের জন্য আরও কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। বাজেট পাসের পূর্বে মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ সংশোধনী প্রস্তাব উপস্থাপন করে প্রস্তাাবিত বাজেটকে আরও জনবান্ধব এবং গণমুখী করে চুড়ান্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সম্পাদনা : আবদুল অদুদ