শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে বিশ্ববাসীর সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সাউথ এন্ড সাউথইস্ট এশিয়ায় বাণিজ্যবৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। এশিয়ার মধ্যে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চীন বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বাড়াতে পারে। এ মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগের গুরুত্বপূর্ণ সেক্টরগুলো হলো জাহাজ নির্মাণ, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, আইসিটি, পাটপণ্যের বহুমূখীকরণ, অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটন ক্ষেত্র।

বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। ফলে বিশ্বের বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখন বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার বাণিজ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের কুনমিংয়ে সপ্তাহব্যাপী চীন সরকার আয়োজিত ‘সাউথ এন্ড সাউথইস্ট এশিয়া কমোডিটি এক্সপো এন্ড ইনভেস্টমেন্ট ফেয়ার ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার সময় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ মেলা ইস্ট এন্ড সাউথইস্ট এশিযায় বিনিয়োগের প্লাটফর্ম হতে পারে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য দ্রুত এগিযে যাচ্ছে। তৈরী পোশাকের পাশাপাশি বাংলাদেশের তৈরি ঔষধও বিশ্ববাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ এখন চীনসহ বিশ্বের ১৪৫টি দেশে ওষুধ বা ওষুধ জাতীয় পণ্য রপ্তানি করছে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। চামড়াজাত পণ্য ও আইসিটির রপ্তানিখাত দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসীর সহযোগিতা পেলে ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ।

তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দীর্ঘদিনের। গত অর্থবছর চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য হয়েছে ১২.৪ বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে বাংলাদেশ ১১.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। গত আট বছরে এ বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টের জন্য উপযুক্ত স্থান।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়