শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র তেল শিল্পে নিষেধাজ্ঞা না তুললে ইউরেনিয়াম মজুতের চুক্তি ভাঙ্গবে ইরান

তানজিনা তানিন : ইরানের মজুতের পরিমাণ আগামী ২৭ জুন  ৩০০ কিলোগ্রাম ছাড়িয়ে যাবে, অর্থাৎ ২০১৫ সালের আন্তর্জাতিক নিউক্লিয়ার চুক্তি অনুযায়ী যে পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখার কথা, আগামী ১০ দিনে সে সীমা অতিক্রম করবে ইরান। সীমা না ছাড়ানোর পরামর্শ দিয়ে ইরানকে সতর্ক করেছে ব্রিটেন ও জার্মানি। তবে ইরানের সোজাসাপ্টা কথা, তাদের তেল শিল্পে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে ইউরেনিয়াম আইন মেনে চলবে দেশটি। বিবিসি, সিএনএন, ইয়ন

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়ার সাথে   ইরানের চুক্তি হয়। এই নিউক্লিয়ার  চুক্তি থেকে ২০১৮ সালে বের হয়ে যায় আমেরিকা, যে চুক্তির লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক অস্ত্র কার্যক্রম সীমাবদ্ধ রাখা।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি সোমবার সাংবাদিকদের জানান, ১০ দিনের মধ্যে অর্থাৎ ২৭ জুন, ইউরেনিয়াম ৩০০ কিলোগ্রাম ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, ইরান আগের নির্ধারিত মাত্রায় ফিরে যাওয়ার কথা বিবেচনা করবে যদি ওই আন্তর্জাতিক চুক্তিতে অন্যান্য যে সব দেশ সাক্ষর করেছিলো তারা যদি ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিকো মাস ইরানের এই আল্টিমেটামকে প্রত্যাখ্যান করেছেন এবং চুক্তির শর্ত মেনে চলার কথা বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ শেষে এ সিদ্ধান্ত জানান তিনি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়