শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র তেল শিল্পে নিষেধাজ্ঞা না তুললে ইউরেনিয়াম মজুতের চুক্তি ভাঙ্গবে ইরান

তানজিনা তানিন : ইরানের মজুতের পরিমাণ আগামী ২৭ জুন  ৩০০ কিলোগ্রাম ছাড়িয়ে যাবে, অর্থাৎ ২০১৫ সালের আন্তর্জাতিক নিউক্লিয়ার চুক্তি অনুযায়ী যে পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখার কথা, আগামী ১০ দিনে সে সীমা অতিক্রম করবে ইরান। সীমা না ছাড়ানোর পরামর্শ দিয়ে ইরানকে সতর্ক করেছে ব্রিটেন ও জার্মানি। তবে ইরানের সোজাসাপ্টা কথা, তাদের তেল শিল্পে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে ইউরেনিয়াম আইন মেনে চলবে দেশটি। বিবিসি, সিএনএন, ইয়ন

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়ার সাথে   ইরানের চুক্তি হয়। এই নিউক্লিয়ার  চুক্তি থেকে ২০১৮ সালে বের হয়ে যায় আমেরিকা, যে চুক্তির লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক অস্ত্র কার্যক্রম সীমাবদ্ধ রাখা।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি সোমবার সাংবাদিকদের জানান, ১০ দিনের মধ্যে অর্থাৎ ২৭ জুন, ইউরেনিয়াম ৩০০ কিলোগ্রাম ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, ইরান আগের নির্ধারিত মাত্রায় ফিরে যাওয়ার কথা বিবেচনা করবে যদি ওই আন্তর্জাতিক চুক্তিতে অন্যান্য যে সব দেশ সাক্ষর করেছিলো তারা যদি ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিকো মাস ইরানের এই আল্টিমেটামকে প্রত্যাখ্যান করেছেন এবং চুক্তির শর্ত মেনে চলার কথা বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ শেষে এ সিদ্ধান্ত জানান তিনি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়