শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাগ্নে সৌরভকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সোহেল তাজ

মহসীন কবির: ভাগ্নে সৌরভকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করতে পারে সেদিকে লক্ষ রাখার অনুরোধ করেছেন তিনি। সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন। খবর চ্যানেল আই

সোহেল তাজের মামাতো বোনের ছেলে সৌরভকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি সোহেল তাজ নিজেই করেছেন। এ মর্মে গত ১০ জুন তারিখে পাঁচলাইশ মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জি ডি নং -৫২০। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাগ্নের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ।
সেখানে তিনি লেখেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রোববার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে।

এ অপহরণের পেছনে যারা যুক্ত রয়েছে তাদের বিষয়ে তার জানা আছে বলে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন সোহেল তাজ। তিনি লেখেন, ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি। এদিকে সোহেল তাজের ভাগ্নে অপহৃত হওয়ার খবর জানার পর সম্পর্কে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবগত আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে এক গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটির কথা আমি শুনেছি। জানার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে বলেছি। তারা অনুসন্ধানে নেমেছেন। তিনি যোগ করেন, এরপরই আমরা বলতে পারবো কী ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়