শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ০২ জুন, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ১০০ দিনের মাঝেই বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেবেন মোদী

নূর মাজিদ : মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনের মাঝেই এই সংস্কার কার্যক্রম ঘোষণা করা হবে। যা দেশের অর্থনীতিতে নতুন গতিসঞ্চার এবং বিদেশী বিনিয়োগ প্রবাহ বাড়াবে, গত শুক্রবার দেশটির এক শীর্ষ নীতি নির্ধারক ও সরকারি কর্মকর্তা রাজিব কুমার একথা জানান। সূত্র : লাইভমিন্ট ডটকম

রাজিব কুমার সরকারের শীর্ষ অর্থনৈতিক গবেষণা ও নীতি পরামর্শ সংস্থা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। গতকাল তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানান, শ্রম আইন, বেসরকারিকরণ, শিল্পায়ন বৃদ্ধির জন্যে ভূমি ব্যাংক তৈরি এসব সংস্কারের মাঝে অন্যতম। এসময় তিনি আরো বলেন, আপনারা কিছুদিনের মাঝেই অনেক সংস্কারের পদক্ষেপ দেখতে পারবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। বিদেশী বিনিয়োগকারীরা এই ধরনের উদ্যোগে খুবই খুশি হবেন। ফলে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জোরালো সম্ভাবনা রয়েছে।

মূলত ভারতের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যেই প্রথম মেয়াদে নীতি আয়োগ গঠন করে মোদী সরকার। যার প্রধান মোদী স্বয়ং। চার বছর আগে সোভিয়েত কাঠামোর আদলে গঠিত ভারতের প্রশাসনিক ব্যবস্থার ধীর গতি নিয়ে তীব্র অসন্তোষ জানিয়ে মোদী নীতি আয়োগ গঠন করেন। রাজিব কুমার জানান, আমাদের গৃহীত সংস্কার সার্বিক উন্নয়নের ধারায় নতুন গতি সঞ্চার করবে। এটা প্রায় নিশ্চিত। কারণ আইন সংস্কার করে বেসরকারি মালিকানায় থাকা পরিত্যাক্ত ভূমিকে শিল্প কারখানা স্থাপনে ব্যবহার করা হবে। এছাড়াও, ন্যায্য মজুরি কাঠামো নিশ্চিত করতে সরকার বিদ্যমান শ্রম আইনে পরিবর্তন আনবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়