শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপেও সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন গেইল

আক্তারুজ্জামান : ক্রিকেট মানেই যেন এখন চার-ছক্কার খেলা। আর যদি সেটা ওয়েস্ট ইন্ডিজের খেলা হয় তবে তো কথায় নেই। কেননা সেখানে ১১জন ক্রিকেটারের মধ্যে কেউ না কেউ ছক্কার ফুলঝুরি ছোটাবেন। কিন্তু একজনের কথা একটু আলাদাভাবে বলতে হয়, সেটা হলো ক্রিস্টোফার গেইল। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়েছেন অনেকদিন আগেই। আর ওয়ানডে ক্রিকেটে তার অবস্থান দুইয়ে। তবে আজ বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়েছেন গেইল।

বিশ্বকাপে ১০৫ রানের জবাবে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ১০ম ওভারে ওয়াহাব রিয়াজের বলে ছক্কা হাঁকিয়ে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যান। যদিও ভিলিয়ার্সকে (৩৭টি) নিয়ে ছক্কার মালিক হিসেবে যৌথভাবে শীর্ষেই ছিলেন। আজ ৩ ছক্কা মারায় তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪০টি। দ্বিতীয়স্থানে ভিলিয়ার্স (৩৭টি) এবং তৃতীয়স্থানে রিকি পন্টিং (৩৮টি)।
ক্রিস গেইল ৪০টি ছক্কা মারতে ম্যাচ খেলেছেন ২৭টি। আর আজ ৩৪ বলে ৫০ রান করে প্রথম ম্যাচেই ফিফটি তুলে আসর শুরু করেছেন। গেইলের ছক্কার নেশা কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখা বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়