শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঘন্য পরিষেবা, ৪৮ ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করাল এয়ার ইন্ডিয়া

ফাতেমা ইসলাম : টানা ৪৮ ঘণ্টার অপেক্ষার পর লন্ডন থেকে মুম্বই যাওয়ার বিমানে বসতে পারলেন ৩২৯ জন যাত্রী। এয়ার ইন্ডিয়ার বদান্যতায় দু’দিন পরে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন তাঁরা। বিমান সংস্থার জঘন্য পরিষেবায় বিরক্ত যাত্রীরা। আজকাল

গত ২৮ মে দুপুর ১.১৫ মিনিটে লন্ডন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিলো এয়ার ইন্ডিয়ার বিমানটির। কিন্তু অয়েল লিক হওয়ার কারণে বিমানটি বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের জানানো হয়, সেদিন আর মুম্বই উড়ে যাওয়ার কোনও উপায় নেই। পরের দিনের বিমানে যেতে হবে তাঁদের। সেইমতো যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করে দেয় বিমান কর্তৃপক্ষ। পরের দিন অন্য একটি বিমানে মুম্বই থেকে লন্ডনে উড়িয়ে আনা হয় ইঞ্জিনিয়ারদের একটি দল ও বিকল্প সরঞ্জামের। কিন্তু তাঁরাও বিমানের ত্রুটি সারাতে পারেননি। ফলে অপেক্ষা আরও দীর্ঘ হয়। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়, যেভাবেই হোক ২৯ তারিখই যাত্রীদের জন্য বিমানের ব্যবস্থা করা হবে।

এমনকী যাত্রীদের বিমানবন্দরে ডেকে এনে বোর্ডিংয়ের আগে অভিবাসন সংক্রান্ত সমস্ত নিয়মাবলীও পালন করে কর্তৃপক্ষ। কিন্তু তারপরই শোনা যায় অন্য কথা। যাত্রীদের ফের জানিয়ে দেওয়া হয় প্রযুক্তিগত ত্রুটির জন্য বুধবারও বিমান উড়বে না। ফলে আরও একরাত হোটেলে কাটাতে হয় যাত্রীদের। জানা যায়, মুম্বই থেকে যে সরঞ্জাম আনা হয়েছিলো তা বিমানের ত্রুটি মেরামত করতে পারেনি। ফলে আবার ব্রিটেন থেকে সেসব আনাতে হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে হয়ে যে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যাত্রীদের শান্ত করে হোটেলে পাঠানো হয়। শেষমেষ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে লন্ডনের মাটি ছাড়ে বোয়িংটি। ভোর তিনটেয় মুম্বই পৌঁছায় বিমানটি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়