শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার কথা ভাইবো না, মাইয়াডারে ঈদে জামা কিনে দিও’

এইচ এম জামাল:‘আমার কথা ভাইবো না, মাইয়াডারে ঈদে জামা কিনে দিও।’ এভাবেই আদালতের প্রিজন ভ্যান থেকে এক আসামি চিৎকার করে স্ত্রীকে বলছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার জেলা জজ আদালত ভবনের ফটকের সামনে এমন আবেগঘন আওয়াজ শুনেন অনেকেই । এনটিভি

সেখানে দেখা যায়, অনেক আসামি প্রিজন ভ্যান থেকে স্বজনদের সঙ্গে বিদায় সূচক কথা বলে নিচ্ছেন। আবার কোনো কোনো স্বজন তার ছেলে, বাবা,ভাইকে একটু দেখার জন্য প্রিজন ভ্যানের সঙ্গে দৌঁড়াচ্ছেন। কেউবা ছেলেকে একটু ভালোমন্দ খাওয়ার জন্য প্রিজন ভ্যানের ফাঁক দিয়ে টাকা দিচ্ছেন। আবার প্রিজন ভ্যান থেকে কোনো কোনো আসামি বৃদ্ধ বাবা-মায়ের খোঁজ নিচ্ছেন।

প্রিজন ভ্যানে থাকা রিফাত নামের এক আসামির স্ত্রী বলেন, তার স্বামীর বিরুদ্ধে হেরোইনের মামলা দেয়া হয়েছে। এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। স্বামী কারাগারে থাকায় খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে। কারাগারে স্বামীর ভালোমন্দ খাওয়ার জন্য সপ্তাহে টাকা দিতে হয়।

ওই নারী বলেন, এখন সামনে ঈদ। মেয়েকে জামা কিনে দিতে পারি নাই। গত রোজার ঈদেও স্বামী জেলে ছিল, এবারও জেলে আছে। কারাগারে দেখা করতে গেলে অনেক দূর থেকে কথা বলতে হয়। তাই কোর্টে আসি। কাছে থেকে দেখা যায়, আবার সরাসরি কথা বলতে পারি। পছন্দ মতো খাবারও দিতে পারি। মেয়েটাকে জামা কিনে দিতে পারি নাই। তাই স্বামী বলেছে, ‘আমার কথা ভাইবো না, মাইয়াডারে ঈদে জামা কিনে দিও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়