শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার কথা ভাইবো না, মাইয়াডারে ঈদে জামা কিনে দিও’

এইচ এম জামাল:‘আমার কথা ভাইবো না, মাইয়াডারে ঈদে জামা কিনে দিও।’ এভাবেই আদালতের প্রিজন ভ্যান থেকে এক আসামি চিৎকার করে স্ত্রীকে বলছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার জেলা জজ আদালত ভবনের ফটকের সামনে এমন আবেগঘন আওয়াজ শুনেন অনেকেই । এনটিভি

সেখানে দেখা যায়, অনেক আসামি প্রিজন ভ্যান থেকে স্বজনদের সঙ্গে বিদায় সূচক কথা বলে নিচ্ছেন। আবার কোনো কোনো স্বজন তার ছেলে, বাবা,ভাইকে একটু দেখার জন্য প্রিজন ভ্যানের সঙ্গে দৌঁড়াচ্ছেন। কেউবা ছেলেকে একটু ভালোমন্দ খাওয়ার জন্য প্রিজন ভ্যানের ফাঁক দিয়ে টাকা দিচ্ছেন। আবার প্রিজন ভ্যান থেকে কোনো কোনো আসামি বৃদ্ধ বাবা-মায়ের খোঁজ নিচ্ছেন।

প্রিজন ভ্যানে থাকা রিফাত নামের এক আসামির স্ত্রী বলেন, তার স্বামীর বিরুদ্ধে হেরোইনের মামলা দেয়া হয়েছে। এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। স্বামী কারাগারে থাকায় খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে। কারাগারে স্বামীর ভালোমন্দ খাওয়ার জন্য সপ্তাহে টাকা দিতে হয়।

ওই নারী বলেন, এখন সামনে ঈদ। মেয়েকে জামা কিনে দিতে পারি নাই। গত রোজার ঈদেও স্বামী জেলে ছিল, এবারও জেলে আছে। কারাগারে দেখা করতে গেলে অনেক দূর থেকে কথা বলতে হয়। তাই কোর্টে আসি। কাছে থেকে দেখা যায়, আবার সরাসরি কথা বলতে পারি। পছন্দ মতো খাবারও দিতে পারি। মেয়েটাকে জামা কিনে দিতে পারি নাই। তাই স্বামী বলেছে, ‘আমার কথা ভাইবো না, মাইয়াডারে ঈদে জামা কিনে দিও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়