স্পোর্টস ডেস্ক : কার্ডিফের সোফিয়া গার্ডেনসে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচ চলাকালীন বিতর্কিত টুইট করে সমর্থকদের সমালোচনার তোপে পড়তে হয়েছে ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকারকে।
বল হাতে নেমে শুরুতে ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরলেও লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারত। লোকেশ রাহুল দ্রæতগতির শতক তুলে আউট হয়ে গেলেও ধোনি তখনও ছিলেন ক্রিজে, আর ভারতের দলীয় সংগ্রহ ছাড়িয়েছে ৩০০।
৪৭তম ওভারে ভারতের দলীয় সংগ্রহ ৩০০ প‚র্ণ হলেও ধোনি শতকের প্রহর গুনছেন। এমন সময় সঞ্জয় তার টুইটার একাউন্ট থেকে পোস্ট করেন, ‘ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কেন ইনিংস ঘোষণা করতে দেরি করছেন?’
বলার অপেক্ষা রাখে না, সঞ্জয়ের এমন টুইট বাংলাদেশকে অবজ্ঞা করেই নির্দেশ করা হয়েছে। যদিও খোদ ভারতীয় সমর্থকরাই এটি দেখে চুপ থাকতে পারেননি। কেননা তখন শতক নিশ্চিত হয়নি ধোনিরও। তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ইনিংস ঘোষণার এমন অদ্ভুত দাবিতে অনেকে সঞ্জয়ের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন।