সান্দ্রা নন্দিনী : ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র মূখ্য ভূমিকা পালনের দায়িত্ব কে নেবে সেটি নিয়ে একমত হতে পারেনি ফ্রান্স ও জার্মানি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল আগামী ইইউ কমিশন প্রেসিডেন্ট হিসেবে কট্টর ডানপন্থী প্রার্থী ম্যানিফ্রেড ওয়েবারের নাম প্রস্তাব করলেও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ একবারের জন্যও সম্ভাব্য প্রার্থী হিসেবে ওয়েবারের উল্লেখ করেননি। বিবিসি
মঙ্গলবার ব্রাসেলসে বৈঠকে পরবর্তীতে নতুন রাজনৈতিক কর্মসূচিসমূহ ও জোটটির শীর্ষপদ নিয়ে ইইউ নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সদস্য দেশগুলো। উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের কারণে ইইউ’র জন্য সর্বসম্মতভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছানো আরও কঠিন হয়ে গেছে।
বৈঠকে ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ‘ইইউ নির্বাচনের ফলাফলে ব্রেক্সিটের মূখ্য প্রভাব রয়েছে। মূলত এই কারণেই ইউ-সমর্থিত পার্টিগুলো বেশি ভোট পেয়েছে।’
বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও টাস্ক তা নাকচ করে দিয়ে বলেন, ব্রেক্সিট নিয়ে কোনও কথা থাকলে পরে আলোচনা করা হবে।