সুজন কৈরী : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে প্রথম বারের মতো একজন নারী চালক যোগদান করেছেন। গত ২০ মে মিলি খানম নামের ওই নারী চালক অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন।
এ বিষয়ে গত ২৪ মে বেগম রোকায়া নামের একজন তার ফেসবুকে একটি পোষ্ট দেন। ওই পোস্টে শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩৮টি কমেন্টস করা হয়েছে। প্রত্যেকই নারী চালক মিলিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। পোস্টটি ১৩ বার শেয়ার হয়েছে।
এদিকে প্রথম বারের মতো যোগদান করা নারী চালককে স্বাগত জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারাও।