শিরোনাম
◈ বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি ◈ ডলারের বিপরীতে টাকার মান কমেছে বেশি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতেই হচ্ছে পেতংতার্নকে: আদালতের রায় ◈ দুই দশক পর আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট ‌সি‌রিজ খেলবে বাংলাদেশ! ◈ এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ◈ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে’ ◈ কুমিল্লায়  দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ◈ লতিফ সিদ্দিকী জামিন চাননি যে কারণে ◈ আট বিভাগে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:৫২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাদে ভিন্নতায় ঈদে সরিষার তেলে মজাদার তেহারি

মুসবা তিন্নি : তেহারী নাম শুনেই জিভে জল এসে যায়। এই ঈদে আপনার বাসায় আমন্ত্রিত অতিথিদের ভিন্নস্বাদের তেহেরি পরিবেশন করাতে পারেন। চলুন আজ জেনে নিই সরিষার তেলে তেহারীর রেসিপি। উপকরণ: গরুর মাংস - ১ কেজি , পোলাওর চাল - ৭৫০ গ্রাম , টক দই - আধা কাপ , কাঁচা মরিচ বাটা - ১ টেবল চামচ , ধনে গুঁড়া - আধা চা চামচ , গোলমরিচ ভেজে গুঁড়া করা - ১ চা চামচ , দারুচিনি - এলাচ - লবঙ্গ ৪ টি করে , শাহজীরা - ১ চা চামচ , পেঁয়াজ কুঁচি - আধা কাপ , সরিষার তেল - আধা কাপ , আদার রস - ২ টেবল চামচ , রসুনের রস - ১ টেবল চামচ , পোস্তোদানা বাটা - আধা টেবল চামচ , কাজুবাদাম বাটা - ১ টেবল চামচ , জিরা গুঁড়া - আধা চা চামচ , সয়াবিন তেল - আধা কাপ , কাঁচা মরিচ আস্ত - ১৫ - ১৭ টি , লবণ পরিমাণমতো , মাওয়া - আধা কাপ , গরুর দুধ - আধা কাপ , চিনি - ১ টেবল চামচ , এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী ও শাহজীরা একসঙ্গে ভেজে গুঁড়া করা - ১ টেবিল চামচ , কেওড়া জল - ২ টেবল চামচ।

প্রণালী: মাংস ছোট টুকরা করে কাটতে হবে। এবার আদা - রসুনের রস, টক দই, কাঁচা মরিচ বাটা, ধনে, জিরা গুঁড়া, পোস্তোদনা বাটা, বাদাম বাটা ও লবণ দিয়ে মেখে রাখতে হবে আধা ঘণ্টা। প্রেসার কুকারে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ লাল করে মাংস ও দুই কাপ পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। চার - পাঁচটি সিটি দিয়ে নামিয়ে রাখতে হবে। একটু ঠাণ্ডা হলে ঢাকনা খুলে ভাজা মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে রাখতে হবে। চাল রান্নার দশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে সরিষার তেল, এলাচ, দারচিনি ও সরিষার ফোড়ন দিয়ে ভেজানো চাল নাড়তে হবে, চালের পানি শুকালে দেড় গুণ পানি ও লবণ দিতে হবে।

কিছুক্ষণ পরে ওপর থেকে দুধ, চিনি গুলিয়ে ও মাওয়া ছিটিয়ে দিতে হবে, পানি সমান হলে রান্না করা মাংস দিয়ে ভালভাবে চালের সঙ্গে মিশিয়ে তাওয়ার ওপর বসাতে হবে। ১০ মিনিট পরে আরেকবার নেড়ে ওপরে কেওড়াজল ও শাহজিরা ছিটিয়ে দিতে হবে। এবার ঢেকে ১৫ মিনিট দমে রেখে পরিবেশন করুন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়