শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:৫২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাদে ভিন্নতায় ঈদে সরিষার তেলে মজাদার তেহারি

মুসবা তিন্নি : তেহারী নাম শুনেই জিভে জল এসে যায়। এই ঈদে আপনার বাসায় আমন্ত্রিত অতিথিদের ভিন্নস্বাদের তেহেরি পরিবেশন করাতে পারেন। চলুন আজ জেনে নিই সরিষার তেলে তেহারীর রেসিপি। উপকরণ: গরুর মাংস - ১ কেজি , পোলাওর চাল - ৭৫০ গ্রাম , টক দই - আধা কাপ , কাঁচা মরিচ বাটা - ১ টেবল চামচ , ধনে গুঁড়া - আধা চা চামচ , গোলমরিচ ভেজে গুঁড়া করা - ১ চা চামচ , দারুচিনি - এলাচ - লবঙ্গ ৪ টি করে , শাহজীরা - ১ চা চামচ , পেঁয়াজ কুঁচি - আধা কাপ , সরিষার তেল - আধা কাপ , আদার রস - ২ টেবল চামচ , রসুনের রস - ১ টেবল চামচ , পোস্তোদানা বাটা - আধা টেবল চামচ , কাজুবাদাম বাটা - ১ টেবল চামচ , জিরা গুঁড়া - আধা চা চামচ , সয়াবিন তেল - আধা কাপ , কাঁচা মরিচ আস্ত - ১৫ - ১৭ টি , লবণ পরিমাণমতো , মাওয়া - আধা কাপ , গরুর দুধ - আধা কাপ , চিনি - ১ টেবল চামচ , এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী ও শাহজীরা একসঙ্গে ভেজে গুঁড়া করা - ১ টেবিল চামচ , কেওড়া জল - ২ টেবল চামচ।

প্রণালী: মাংস ছোট টুকরা করে কাটতে হবে। এবার আদা - রসুনের রস, টক দই, কাঁচা মরিচ বাটা, ধনে, জিরা গুঁড়া, পোস্তোদনা বাটা, বাদাম বাটা ও লবণ দিয়ে মেখে রাখতে হবে আধা ঘণ্টা। প্রেসার কুকারে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ লাল করে মাংস ও দুই কাপ পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। চার - পাঁচটি সিটি দিয়ে নামিয়ে রাখতে হবে। একটু ঠাণ্ডা হলে ঢাকনা খুলে ভাজা মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে রাখতে হবে। চাল রান্নার দশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে সরিষার তেল, এলাচ, দারচিনি ও সরিষার ফোড়ন দিয়ে ভেজানো চাল নাড়তে হবে, চালের পানি শুকালে দেড় গুণ পানি ও লবণ দিতে হবে।

কিছুক্ষণ পরে ওপর থেকে দুধ, চিনি গুলিয়ে ও মাওয়া ছিটিয়ে দিতে হবে, পানি সমান হলে রান্না করা মাংস দিয়ে ভালভাবে চালের সঙ্গে মিশিয়ে তাওয়ার ওপর বসাতে হবে। ১০ মিনিট পরে আরেকবার নেড়ে ওপরে কেওড়াজল ও শাহজিরা ছিটিয়ে দিতে হবে। এবার ঢেকে ১৫ মিনিট দমে রেখে পরিবেশন করুন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়