শিরোনাম
◈ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ◈ এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর (ভিডিও) ◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট পাগল টাইগার শোয়েবসহ সুপার ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন পাঁচজন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের যেখানেই খেলা থাকুক না কেনো টাইগারদের সমর্থন দেওয়ার জন্য স্টেডিয়ামে ছুটে যান ক্রিকেট পাগল শোয়েব আলী। দেশের ক্রিকেট তো ভালোবাসেনই সাথে ক্রিকেটের খোঁজ খবরও রাখেন এই ভক্ত। বাংলাদেশের খেলা মানেই বাঘ সেজে পতাকা উড়িয়ে, চিৎকার করে টাইগারদের সমর্থন জানিয়ে উৎসাহ দেন তিনি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও টাইগারদের উৎসাহ দিতে উপস্থিত থাকেন। ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দুবাইসহ অনেক দেশেই গিয়েছেন শোয়েব। ক্রিকেট ভক্ত এই পাগল এবার পুরস্কার পাচ্ছেন। ভারতের গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড ২০১৯ পুরষ্কার পাচ্ছেন এ টাইগারপ্রেমী। প্রথমবারের মতো এ পুরষ্কারটি দেয়া হচ্ছে পাঁচ জনকে।

শোয়েবের সঙ্গে আছেন শচীন টেন্ডুলকারের ভক্ত সুধীর কুমার গৌতম, বিরাট কোহলির ভক্ত সুখমুর কুমার, পাকিস্তানের চাচা ক্রিকেট নামে খ্যাত আব্দুল জলিল এবং শ্রীলঙ্কার গায়ান সেনানায়েকে। আগামী ১৪ জুন ম্যানচেস্টারে এ পুরষ্কার তাদের হাতে তুলে দেয়া হবে।

প্রথমবারের মতো পুুরষ্কার পেয়ে বেজায় খুশি শোয়েব। তিনি বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য গৌরবের। খুব ভালো লাগছে। তাও আবার ইংল্যান্ডে আমাকে এ পুরষ্কার দেয়া হবে। তবে এ কৃতিত্ব আমার নয়। কারণ বাংলাদেশ দল আছে বলেই আমি আছি। বাংলাদেশ ভালো খেলে বলেই আজকে আমাকে সবাই চিনেছে।’

অবশেষে টাইগারদের প্রতি ভালোবাসার স্বীকৃতি পেলেন শোয়েব। তবে পুরষ্কার খুব বেশি আহ্লাদিত করেনি তাকে। দল ভালো খেললেই বেশি খূশি হন তিনি, ‘পুরষ্কার পেলে অবশ্যই ভালো লাগে। কিন্তু বাংলাদেশ দল ভালো খেললে আরও বেশি ভালো লাগে। মাঠে যখন জয় পাই তখনই আমি পুরষ্কার পেয়ে যাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়