শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট পাগল টাইগার শোয়েবসহ সুপার ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন পাঁচজন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের যেখানেই খেলা থাকুক না কেনো টাইগারদের সমর্থন দেওয়ার জন্য স্টেডিয়ামে ছুটে যান ক্রিকেট পাগল শোয়েব আলী। দেশের ক্রিকেট তো ভালোবাসেনই সাথে ক্রিকেটের খোঁজ খবরও রাখেন এই ভক্ত। বাংলাদেশের খেলা মানেই বাঘ সেজে পতাকা উড়িয়ে, চিৎকার করে টাইগারদের সমর্থন জানিয়ে উৎসাহ দেন তিনি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও টাইগারদের উৎসাহ দিতে উপস্থিত থাকেন। ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দুবাইসহ অনেক দেশেই গিয়েছেন শোয়েব। ক্রিকেট ভক্ত এই পাগল এবার পুরস্কার পাচ্ছেন। ভারতের গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড ২০১৯ পুরষ্কার পাচ্ছেন এ টাইগারপ্রেমী। প্রথমবারের মতো এ পুরষ্কারটি দেয়া হচ্ছে পাঁচ জনকে।

শোয়েবের সঙ্গে আছেন শচীন টেন্ডুলকারের ভক্ত সুধীর কুমার গৌতম, বিরাট কোহলির ভক্ত সুখমুর কুমার, পাকিস্তানের চাচা ক্রিকেট নামে খ্যাত আব্দুল জলিল এবং শ্রীলঙ্কার গায়ান সেনানায়েকে। আগামী ১৪ জুন ম্যানচেস্টারে এ পুরষ্কার তাদের হাতে তুলে দেয়া হবে।

প্রথমবারের মতো পুুরষ্কার পেয়ে বেজায় খুশি শোয়েব। তিনি বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য গৌরবের। খুব ভালো লাগছে। তাও আবার ইংল্যান্ডে আমাকে এ পুরষ্কার দেয়া হবে। তবে এ কৃতিত্ব আমার নয়। কারণ বাংলাদেশ দল আছে বলেই আমি আছি। বাংলাদেশ ভালো খেলে বলেই আজকে আমাকে সবাই চিনেছে।’

অবশেষে টাইগারদের প্রতি ভালোবাসার স্বীকৃতি পেলেন শোয়েব। তবে পুরষ্কার খুব বেশি আহ্লাদিত করেনি তাকে। দল ভালো খেললেই বেশি খূশি হন তিনি, ‘পুরষ্কার পেলে অবশ্যই ভালো লাগে। কিন্তু বাংলাদেশ দল ভালো খেললে আরও বেশি ভালো লাগে। মাঠে যখন জয় পাই তখনই আমি পুরষ্কার পেয়ে যাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়