শিরোনাম
◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৮:৩১ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্নফাঁস রুখতে পশ্চিমবাংলায় উত্তরপত্রেই সংযুক্ত থাকবে প্রশ্ন

রাশিদ রিয়াজ : প্রশ্নফাঁস রুখতে ভারতের পশ্চিমবাংলায় আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রশ্নপত্রেই উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। অর্থাৎ প্রতিটি উত্তরপত্রে প্রশ্ন সংযুক্ত থাকবে। প্রত্যেক দিন পরীক্ষার আধঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কা-ে কলঙ্কিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তাই এধরনের সিদ্ধান্তের কথা জানান, উচ্চশিক্ষা পর্ষদের সভানেত্রী মহুয়া দাস। টাইমস অব ইন্ডিয়া

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত এই নিয়ম থাকে। প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখে জমা দিতে হয়। সেক্ষেত্রে অবশ্য বেশিরভাগই মাল্টিপল চয়েজ ধরনের প্রশ্ন থাকে। বিস্তৃতভাবে কোনও উত্তর লেখার দরকার হয় না। ইদানিং মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও এ ধরনের বদল এসেছে। ব্যাখ্যা, বিশ্লেষণমূলক লেখালেখির বদলে সংক্ষিপ্ত উত্তরের দিকে বেশি নজর দেওয়া হয়েছে। তার ফলে একটি পত্রেই প্রশ্ন ও উত্তর লেখার ব্যবস্থা করলে কোনো বিশেষ অসুবিধা হওয়া ছাড়া আর এই পদ্ধতিতে স্বচ্ছতাও বজায় থাকে।

এবছর মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি উচ্চমাধ্যমিকেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। তা নিয়ে জটিলতার জেরেই এবার এক প্রশ্নোত্তর পত্রের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে এই পদ্ধতিতে কতটা কারচুপি রোখা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়