শেখ নাঈমা জাবীন : ইন্দ্রপতন ঘটল বলিউডে। পিতৃবিয়োগ হল অভিনেতা অজয় দেবগণের। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউডের একসময়কার খ্যাতনামা স্টান্ট কোরিওগ্রাফার বীরু দেবগণের। সোমবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে ভরতি করা হয় বীরু দেবগণকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদ প্রতিদিন
সাতের দশক থেকে আটের দশকের ছবিতে অ্যাকশন দৃশ্য মানেই বীরু দেবগণকে চাই, এমনটাই ছিলো তৎকালীন পরিচালক-প্রযোজকদের আবদার। হিম্মতওয়ালা (১৯৮৩), দিলওয়ালে (১৯৯৪), শাহেনশা (১৯৮৮) এবং লাল বাদশাহ, ইশক-এর মতো একাধিক ভাল মানের বলিউড ছবির অ্যাকশন দৃশ্যের নেপথ্যে যেই মানুষটির অবদান রয়েছে, তিনি বীরু দেবগণ। প্রায় ৮০টিরও বেশি ছবিতে স্টান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। ১৯৯৯ সালে ‘কসম’ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চন, মণিশা কৈরালা এবং ছেলে অজয় দেবগণের মতো দক্ষ অভিনেতাদের নিয়ে কাজ করেন।
বীরু দেবগণের মৃত্যুতে গোটা বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই। ‘বীরু’র প্রয়াণে স্মৃতিচারণা করে অভিনেতা ভিকি কৌশলের বাবা তথা বলিউডের অন্যতম খ্যাতনামা স্টান্ট পরিচালক শাম কৌশল বলেন, ‘স্টান্ট কোরিওগ্রাফার হিসেবে নিজের সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন তিনি।’ সম্পাদনা : কায়কোবাদ মিলন