আসিফুজ্জামান পৃথিল : ইউরোপিয় ইউনিয়ন এর নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছেন মধ্য ডানপন্থী প্রার্থীরা। নির্বাচনের ফলাফলে বড় ধরণের ভুমিকা রেখেছে ব্রেক্সিটও। যুক্তরাজ্যের দলগুলোর মধ্যে ভরাডুবি হয়েছে টোরি ও লেবার পার্টির। কিন্তু বড় ধরণের সফলতা পেয়েছে নাইজেল ফর্জ এর ব্রেক্সিট পার্টি। সিএনএন, ডেইলি মেইল, বিবিসি।
ইউরোপিয় পার্লামেন্টের ৭৫১ আসনের মধ্যে মধ্য ডানপন্থীরা জয় পেয়েছেন ১৭৯ আসনে। সোশ্যালিস্ট এবং ডেমোক্রেটদের জয় ১৫০ আসনে, লিবারেলরা পেয়েছেন ১০৯ আসন, গ্রীন পার্টির জয় ৬৯ আসনে, কনজারভেটিভরা পেয়েছে ৫৯ আসন, ডানপন্থী জাতিয়তাবাদীরা পেয়েছে ৫৮ আসন, উগ্রপন্থী ডানরা পেয়েছেন ৫৪ আসন, বামরা পেয়েছেন ৩৯ আসন, অন্যদলগুলো পেয়েছে ২৯ আসন। আর ৮ জন সতস্ত্র এমইপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে মধ্য ডানপন্থী ইপিপি’র আসন ছিলো ২১৬টি। আর স্যোশালিস্ট ও ডেমোক্রেটরা সেবার পেয়েছিলো ১৯২ আসন। অবশ্য আসন কমলেও ইউরোপন্থী দলগুলোই এবারও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।
এদিকে ইউরোপিয় নির্বাচনের আগে তড়িগড়ি করে জন্ম নেওয়া ব্রেক্সিট পার্টির প্রধান নাইজেল ফর্জ হুমকি দিয়েছেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনেও তার দল টোরি পার্টিকে একদম মুছে ফেলবে। নতুন এই দলটি ইউরোপিয় নির্বাচনে ১৮টি আসনে জয় পেয়েছে। তাদের অংশ নেওয়া আসনগুলোতে তারা মোট ভোট পেয়েছে ৩১ শতাংশ। অথচ তাদের দলটি গঠন হয়েছিলো মাত্র ১ সপ্তাহ আগে। সমস্থ ইউরোপিয় নির্বাচনে কনজারভেটিভরা রয়েছে ৫ম স্থানে। যা বড় ধরণের ভরাডুবি।