শিরোনাম
◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ যোগাযোগ করে সরানো হয় ভিডিও : মাহি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রে অভিনয়ের দক্ষতায় নিজেকে এক উচ্চতায় নিয়েছেন। মাঝে বিয়ের জন্য কিছুটা বিরতি দিয়ে আবার সচল হয়েছেন চলচ্চিত্রে। সম্প্রতি তার অভিনীত ‘অন্ধকার জগত’ সিনেমাটি মুক্তি পায়। বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। কিন্তু ফিরতে না ফিরতেই হোঁচট খেতে হলো মাহিকে।

কিছুদিন আগেই মাহির ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাকড হয়। পরে সেই পেজ থেকে থেকে গত শনিবার সকালে একটি বিব্রতকর অশ্লীল ভিডিও দেওয়া হয়। মুহ‚র্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এক মিলিয়ন লাইক পাওয়া ভ্যারিফাইড পেজটিতে এমন ভিডিও আপ হওয়ায় বেশ নিন্দা করছেন ভক্তরা।

বিষয়টি নিয়ে ঘটনার দিন মাহি চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। মাহি জানান,গত ২৩ মে ভোর রাত থেকে আইডি ও পেজ নিয়ন্ত্রণে ছিলো না তার। এমন কি তার ব্যক্তিগত ফেসবুক আইডিও ডিজেবল হয়ে যায়। শুধু সচল থাকে পেজ। পেজটি সচল থাকলেও তা নিয়ন্ত্রনে চলে যায় হ্যাকারদের। আর তারাই আপ করে আপত্তিকর ভিডিও। পরবর্তীতে ভিডিওর বিষয়টি আমার কানে গেলে ৯৯৯-এ যোগাযোগ করে সরানো হয় ভিডিও।

সবার উদ্দেশ্যে মাহি প্রশ্ন রেখে বলেন, আমি ফেসবুকে ঘনঘন পোস্ট করি। একটু বেশিই ফেসবুকে অ্যাকটিভ। এটাই কী আমার অপরাধ? আমার প্রথম আইডি সামিরা আকতার নিপা মাহি। যেটা গত বছর হ্যাকড হয়। পরে আবার আইডি খুলি। কারণ ফেসবুকে তো এখন আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম। এবার সেই আইডিও হ্যাক হয়। আমার সঙ্গেই কেন বার বার এমনটা হচ্ছে?

জাজ মল্টিমিডিয়ার হাত ধরে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় মাহির। জাজ মাল্টিমিডিয়াতে কাজ করার সময় জাজ থেকে খুলে দেওয়া হয় মাহির পেজ। ২০১৫ সাল জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পর্ক ফাটলের পর পেজটি জাজ কর্তৃপক্ষে তাদের নিয়ন্ত্রণে রেখে দেয়। ৭ লাখের অধিক ছিলো সেই পেজের ফলোয়ার। পরে চার বছর পর স¤প্রতি পেজটি মাহিকে ফেরত দেয় জাজ। আর নিজের নিয়ন্ত্রণে নেয়ার পরই হ্যাকাদের কবলে পরেন মাহির সেই পেইজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়