শিরোনাম
◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানের গোল্ডেন পাম পেলো কোরিয়ান চলচিত্র প্যারাসাইট

আসিফুজ্জামান পৃথিল : কান চলচিত্র উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার পরিচালক বঙ জুন-হো। এই উৎসবে এবছরে গোল্ডেন পাম পুরস্কার জিতেছে তার চলচিত্র প্যারাসাইট। সামাজিক শ্রেণী বৈষম্য নিয়ে এই ডার্ক কমিডিটি তৈরী করা হয়েছে। বিবিসি, এএফপি।

১১ দিনের এই চলচিত্র উৎসবটি এই পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। কানের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম কৃষ্ণাঙ্গ নারী পরিচালক হিসেবে কোন পুরস্কার জয় করেছেন সেনেগালিজ-ফ্রেঞ্চ নারী মাতি দিউপ। দিউপ জিতে নেন গ্রাঁ প্রি যা রৌপ্য পাম নামেও পরিচিত। তার বিজিত সেনেগালিজ ড্রামাটির নাম আটলান্টিস। এটি তরুণ অভিবাসি এবং যৌন রাজনীতি নিয়ে নির্মিত। দিউপ বলেন, একজন কৃষ্ণাঙ্গ নারীর কোন পুরস্কার জিততে ২০১৯ সাল লেগে যাওয়ায় তিনি কিছুটা দুখি:ত। তবে এই উৎসবের আগে বহুল আলোচিত মার্কিণ পরিচালক কোয়ান্টিন টরেন্টিনোর সর্বশেষ চলচিত্র ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউডকে খালি হাতেই ফিরতে হয়েছে।

বঙ প্রথম কোরিয়ান যিনি কানের সর্বোচ্চ পুরস্কার জিতে নিলেন। তিনি ২০১৭ সালেও তার চলচিত্র ওকাজা নিয়ে কানে এসেছিলেন। তবে এই চলচিত্রটি নিয়ে নেটফ্লিক্স এর সঙ্গে কানের দ্ব›দ্ব লেগেছিলো। এর প্রেক্ষিতেই অনলাইন স্ট্রিমিং কোম্পানিটির কোন চলচিত্র টানা দ্বিতীয়বারের মতো কানে প্রদর্শিত হলো না। এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী এমিলি বিচহাম। পেইন অ্যান্ড গ্লোরিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যান্তোনিয় বান্দেরাস। সেরা চিত্রনাট্যের পুরস্কারপেয়েছিন সিলেইন শিয়াম্মা। পোট্রেইট অফ অ্যা লেডি অন ফায়ার চলচিত্রের জন্য তিনি এই পুরস্কার পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়