শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানের গোল্ডেন পাম পেলো কোরিয়ান চলচিত্র প্যারাসাইট

আসিফুজ্জামান পৃথিল : কান চলচিত্র উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার পরিচালক বঙ জুন-হো। এই উৎসবে এবছরে গোল্ডেন পাম পুরস্কার জিতেছে তার চলচিত্র প্যারাসাইট। সামাজিক শ্রেণী বৈষম্য নিয়ে এই ডার্ক কমিডিটি তৈরী করা হয়েছে। বিবিসি, এএফপি।

১১ দিনের এই চলচিত্র উৎসবটি এই পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। কানের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম কৃষ্ণাঙ্গ নারী পরিচালক হিসেবে কোন পুরস্কার জয় করেছেন সেনেগালিজ-ফ্রেঞ্চ নারী মাতি দিউপ। দিউপ জিতে নেন গ্রাঁ প্রি যা রৌপ্য পাম নামেও পরিচিত। তার বিজিত সেনেগালিজ ড্রামাটির নাম আটলান্টিস। এটি তরুণ অভিবাসি এবং যৌন রাজনীতি নিয়ে নির্মিত। দিউপ বলেন, একজন কৃষ্ণাঙ্গ নারীর কোন পুরস্কার জিততে ২০১৯ সাল লেগে যাওয়ায় তিনি কিছুটা দুখি:ত। তবে এই উৎসবের আগে বহুল আলোচিত মার্কিণ পরিচালক কোয়ান্টিন টরেন্টিনোর সর্বশেষ চলচিত্র ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউডকে খালি হাতেই ফিরতে হয়েছে।

বঙ প্রথম কোরিয়ান যিনি কানের সর্বোচ্চ পুরস্কার জিতে নিলেন। তিনি ২০১৭ সালেও তার চলচিত্র ওকাজা নিয়ে কানে এসেছিলেন। তবে এই চলচিত্রটি নিয়ে নেটফ্লিক্স এর সঙ্গে কানের দ্ব›দ্ব লেগেছিলো। এর প্রেক্ষিতেই অনলাইন স্ট্রিমিং কোম্পানিটির কোন চলচিত্র টানা দ্বিতীয়বারের মতো কানে প্রদর্শিত হলো না। এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী এমিলি বিচহাম। পেইন অ্যান্ড গ্লোরিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যান্তোনিয় বান্দেরাস। সেরা চিত্রনাট্যের পুরস্কারপেয়েছিন সিলেইন শিয়াম্মা। পোট্রেইট অফ অ্যা লেডি অন ফায়ার চলচিত্রের জন্য তিনি এই পুরস্কার পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়