শিরোনাম
◈ সেন্ট মার্টিনকে চার জোনে ভাগ, রেস্ট্রিক্টেড জোনে প্রবেশ নিষিদ্ধ ◈ নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব ◈ নিলামে ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ◈ নেপালে মসজিদ ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা: ভারত-নেপাল সীমান্ত বন্ধ ঘোষণা ও কারফিউ জারি ◈ নির্বাচনে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম বড় ঝুঁকি: সতর্ক করলেন দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পি? ◈ বিশ্বকা‌পে আম্পা‌যা‌রিং কর‌তে ভারতে যাবেন বাংলাদেশের সৈকত? ◈ বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক ◈ আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে হাদি হত্যা, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ্রুব টিভির বর্নাঢ্য ঈদ আয়োজন

আবু সুফিয়ান রতন : প্রিয় তারকার অনবদ্য অভিনয় আর অসমান সময়ের, অসমান জীবনের নানাবিধ গল্প নিয়ে নির্মিত নাটকের পসরা নিয়ে এবারের ঈদেও ধ্রুব টিভি আয়োজন করেছে তাদের বর্নাঢ্য ঈদ আয়োজন।

ব্যতিক্রমী এই আয়োজনে থাকছে চারপাশে ঘটে যাওয়া সত্য, সহজ, সাবলীল সুন্দর এবং সৌকর্যের গল্পে এই সময়ের আলোচিত নির্মাতাদের নির্মাণে এবং জনপ্রিয় তারকাদের অভিনয়ে ৭টি নাটক। নাটকগুলোর মধ্যে রয়েছে- শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এবং জিয়াউল ফারুক অপূর্ব , মম এবং আলিফের অভিনয়ে বিশেষ নাটক ‘বাউন্ডুলে’ ।
থাকছে মাবরুর রশীদ বান্নাহ’র গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় ‘আঙুলে আঙুল’। এতে অভিনয় করেছেন তাহসান খান এবং নুসরাত ইমরোজ তিশা। আরফান নিশো এবং তানজিন তিশা জুটির অনবদ্য রসায়নে থাকছে ‘দ্য এন্ড’। রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘প্রথম প্রেমই শেষ প্রেম নয়’। রোমান্টিক এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তিশা। কাজল আরেফিন অমি'র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘দ্য টেইলর’। আরফান নিশো এবং সাবিলা নূরের অভিনয়ে এই নাটকটিও দেখা যাবে ধ্রুব টিভিতে।

ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় ‘গুড বয়’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, জুই করিম সহ আরও অনেকে। রাফাত মজুমদার রিংকু'র রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘টান’। এতে অভিনয় করেছেন জোভান এবং টয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ বলেন- ‘বরাবরের মতো এবারও দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই ঈদের নাটকগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ধ্রুব টিভি’র সঙ্গে দর্শকদের এবারের ঈদ অনেক ভালো কাটবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়