শাহনাজ বেগম : ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপের জন্য বেইজিংয়ের সমালোচনাকারী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে চীনা কর্মকর্তাদের আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাড। তিব্বত সফরের সময় তিনি এ আহ্বান জানান। রয়টার্স
গত সপ্তাহে মার্কিন রাষ্ট্রদূত তিব্বত সফর করেন। মার্কিন ও চীনের মধ্যে বিরাজমান বাণিজ্যিক ও কূটনৈতিক অস্থিরতার মধ্যে ২০১৫ সালের পর এটি প্রথম সফর ।
চীনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকার করে গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ করে। মার্কিন নীতি বাস্তবায়নের পর চীনও অন্য দেশের নাগরিকদের তিব্বত সফরের সুবিধা সীমিত করে দেয়।
মার্কিন রাষ্ট্রদূত চীনা সরকারি কর্মকর্তা ও তিব্বতের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাত করেছেন এবং তিব্বতের সঙ্গে দীর্ঘ দিন যোগাযোগ ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে শনিবার এক বিবৃতিতে দিয়েছেন।
দূতাবাসের একজন মুখপাত্র বলেন, তিনি চীনা সরকারকে দালাইলামা বা তার প্রতিনিধিদের সঙ্গে কোন শর্ত ছাড়াই সংলাপ করে সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহিত করেছেন। একই সঙ্গে তিব্বতি বৌদ্ধদেরকে তাদের ধর্ম অনুশীলন করার স্বাধীনতায় চীনা সরকারের হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন।