শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারক-মাঠ ছাড়ো, স্মিথ ও ওয়ার্নারকে বললেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক : গত বছর কেপ টাউন টেস্টে বল বিকৃতির কেলেঙ্কারির কারণে এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত হন অস্ট্রেলিয়ার দুই ব্যাটিং স্তম্ভ্য ডেবিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। গত ২৯ মার্চ নির্বাসন কাটিয়ে দলে ফিরেন এই দুই তারকা। আর দলে ফিরেই যোগ দিলেন ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে। চিরপ্রতিদ্ব›দ্বীর দেশ ইংল্যান্ডে তাদের উত্যেক্ত করতে ভিন্ন আয়োজন করছে ইংলিশ সমর্থক বার্মি আর্মি। তবে সেটা বিশ্বকাপের জন্য। কিন্তু তার আগেই তিক্ত কথা শুনতে হলো ওয়ার্নার ও স্মিথকে।

গতকাল শনিবার বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগেই সাউদাম্পটনে উত্তাপ ছড়ায়। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে ওয়ার্নার। মাঠে নামতেই ইংলিশ দর্শকদের থেকে প্রতারক আখ্যা পেতে হয় ওয়ার্নারকে।

ব্যাট করার জন্য যখন মাঠে নামছিলেন প্যাভিলিয়ন থেকে তখন এক দর্শক ওয়ার্নারকে ‘প্রতারক’ বলতে শুনা যায়। শুধু এটিই নয় তাকে মাঠও ছাড়তে বলা হয়। তবে এসব কানে না গিয়ে মাঠে বেশ ভালোই পারফর্ম করেন ওয়ার্নার। ৫৫ বলে ৪৩ করে আউট হন ওয়ার্নার। ৮৯ রানে দ্বিতীয় উইকেটের পতন হলে তখন ক্রিজে নামেন স্মিথ।

স্মিথ নামার সময়ও তাকে প্রতারক বলা হয়। জবাবে অস্ট্রেলিয়ার ভক্তরা তাকে উৎসাহ দিতে দেখা যায়। তবে স্মিথ জবাব দিয়েছেন মাঠেই। ইংল্যান্ডের বিপক্ষে ১০২ বলে ১১৬ রানের ইনিংস খেললে মাঠে উপস্থিত থাকা সব দর্শককেই হাততালি দিতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়