শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিকরগাছার বাঁকড়ায় প্রায় দুশো ছাত্রী সাইকেল চালিয়ে স্কুলে যায়

আমরিতা বাজার পত্রিকা : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রায় দুইশো মেয়ে বাইসাইকেলে করে ছেলেদের মতো স্কুলে যায়। তাদের এখন আর ভ্যান বা অন্য কোনো যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না।

শিক্ষক ও বাইসাইকেলে স্কুল করা ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার দক্ষিণাঞ্চলের একমাত্র বালিকা বিদ্যালয় বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ। উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি। বাঁকড়া হাজিরবাগ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/১৯৯৫ সালে জুনিয়র ও ০১/০৫/২০০৪ সালে মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তি হয়। ২০১২ সালে একাদশ শ্রেণি খুলে নতুন নামকরণ করা হয় বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বর্তমানে স্কুল শাখায় প্রায় সাড়ে তিনশো ও কলেজ শাখায় শতাধিক ছাত্রী অধ্যায়নরত রয়েছে।

এ ব্যাপারে কথা হয় বাইসাইকেলে স্কুলে আসা দশম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতানা চুমকি, ফারিয়া আক্তার মীম, খাদিজা খাতুন মুন, অর্পিতা দাস, ৯ম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, রুনা খাতুন, ৮ম শ্রেণির ছাত্রী সানজিনা নাহার প্রিয়া, ৭ম শ্রেণির ছাত্রী উর্মি খাতুন, তাহেরা আক্তার শান্তা, প্রিয়া ইয়াসমিন সঙ্গে। তারা জানান, বাইসাইকেলে আসার কারণে আমাদের সময় নষ্ট হয় না। ভ্যান বা অন্য কোনো যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। বাবা-মায়ের কাছে যাতায়াতের জন্য প্রতিদিন টাকা নিতে হয় না। সময়মতো স্কুলে পৌঁছাতে কোনো সমস্যা হয় না। তবে কয়েকজন মেয়ে অভিযোগ করেছেন, স্কুলে আসার সময় কিছু ছেলেরা চাকা খুলে গেলো, উল্টা ঘুরছে বলে খ্যাপাতে থাকে, কিন্তু তাদের কথায় কান না দিয়ে চলে আসি। বিদ্যালয়ের অধ্যক্ষ রজব আলী জানান, প্রাথমিকভাবে ২০০৭ সালের দিকে কানাইরালী গ্রামের সাধনা, চন্দনা ও সাদিপুর গ্রামের মৌসুমী সাইকেল চালিয়ে স্কুলে আসা শুরু করে। তারপর থেকে পর্যায়ক্রমে এখন প্রায় দুইশো ছাত্রী বাইসাইকেল চালিয়ে স্কুলে আসে। প্রাথমিকভাবে সাইকেল চালিয়ে স্কুলে আসা মেয়েদের রাস্তায় বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হতো। এখন আর সেগুলো হয় না। আকষ্মিক কোনো সমস্যা হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি

হাজিরবাগ, বাঁকড়া, নির্বাসখোলা ও মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ১২/১৪টি গ্রামের মেয়েরা পড়াশোনা করে। আগামীতে বাল্যবিয়ে, নারী নির্যাতন, ইভটিজিংসহ সমাজ থেকে সব প্রকার কুসংস্কার দূর করার প্রত্যয় নিয়ে ওরা এগিয়ে চলেছে। এদিকে ২০১৬ সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে ১৬১টি দিপান্বিতা বাইসাইকেল বিতরণ করা হয়েছিলো। বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ফারদিনা রহমান এ্যানি বলেন, উপজেলার দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছে স্কুল এন্ড কলেজটি। এখানে শ্রেণি কক্ষ সংকটসহ কিছু সমস্যা আছে। সেগুলো অচিরেই সমাধান হয়ে যাবে। চলতি বছরেই একটি সরকারি ভবন হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। সূত্র : আমরিতা বাজার পত্রিকা

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়