খোকন আহম্মেদ হীরা, বরিশাল প্রতিনিধি : স্থানীয় সাংবাদিক মো. হাসান মাহামুদের ব্যবহৃত মোবাইল নাম্বারটি ক্লোন করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
সাংবাদিক হাসান মাহামুদ জানান, প্রতারক চক্রটি ইতোমধ্যে মাদারীপুরের রাজৈর এলাকার এক ব্যক্তির বিকাশ নাম্বারের গোপন পিন কোড কৌশলে জেনে তার বিকাশের টাকা হাতিয়ে নিয়েছে। জনৈক ওই ব্যক্তি ফোন করে তাকে জানানো পর তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। অথচ তার ব্যবহৃত (০১৮৪৯-৬২৭৭১৮) মোবাইল নাম্বার থেকে কোন বিকাশ খোলা নেই।