শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ১০ বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ৪শ

তানজিনা তানিন : কেবল ব্যাংকে টাকা আমানত রাখা ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে পাওয়া যায়, দেশে এখন কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৫ হাজার ৫৬৩ জন। এর মধ্যে মহাজোট সরকারের দশ বছরে এ সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ৪০০ জন। গড়ে প্রতিবছর কোটিপতি বেড়েছে ৫ হাজার ৬৪০ জন। এটা ২০০৮ এর ডিসেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ ব্যাংকের আমানতকারীর পরিসংখ্যান পর্যালোচনায় এই চিত্র উঠে আসে। সারাবাংলা ডটকম।
এ ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, দেশের লোকজনের উন্নতি হচ্ছে, তাদের আয় বাড়ছে। এটা একটা ইতিবাচক দিক। এই অর্থটা পাচার না হয়ে ব্যাংকে জমা হচ্ছে এটা খুবই আশাব্যাঞ্জক। তবে এটা প্রমাণ করে, দেশে আয়ের বৈষম্য সৃষ্টি হচ্ছে অর্থাৎ ইন ইক্যুইটি অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ বেড়ে যাচ্ছে। কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়াটা যেমন ইতিবাচক তেমনি আয়ের বৈষম্য বেড়ে যাওয়াটা নেতিবাচক।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে মানে হলো মানুষের আয়ের সুযোগ বাড়ছে। তবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, কারা এতো বিত্তের মালিক হচ্ছেন। এর ফলে সমাজে বৈষম্য বাড়ছে কিনা? এটা নিয়েও গবেষণা হতে পারে।
২০০৮ সালের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিলো ১৯ হাজার ১৬৩ জন। পাঁচ বছর পর ২০১৩ সালের ডিসেম্বর শেষে বেড়েছে ৩০ হাজার ৪৭৭ জন। এই সময়ে গড়ে প্রতিবছর কোটিপতি আমানতকারি বেড়েছে ৬ হাজার ৯৫ জন। ২০১৮ সালের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি আমানতকারী বেড়ে দাঁড়ায় ৭৫ হাজার ৫৬৩ জন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২৫ হাজার ৯২৩ জন। গড়ে প্রতিবছর কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার ১৮৪ জন। অর্থ্যাৎ মহাজোট সরকারের প্রথম দুই মেয়াদের (২০০৮ থেকে ২০১৮) ১০ বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে ৫৬ হাজার ৪০০ জন।
১০ বছরে কোটিপতিদের আমানতের পরিমাণ: ২০০৮ সালের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি আমানতকারীর আমানতের পরিমাণ ছিলো ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। তখন মোট আমানতের ৩১ শতাংশ ছিলো কোটিপতি আমানত। ২০১৩ সালের ডিসেম্বরে কোটিপতি আমানতকারীর আমানতের পরিমাণ বেড়ে দাঁড়ায়, ২ লাখ ৪৭ হাজার ১৭৬ কোটি টাকা। তখন মোট আমানতকারীর ৪০ দশমিক ৬০ শতাংশ ছিলো কোটিপতি। অর্থ্যাৎ মহাজোট সরকারের প্রথম পাঁচ বছরে কোটিপতি আমানতের পরিমাণ বাড়ে ১ লাখ ৬৯ হাজার ৯৩৭ কোটি টাকা।
২০১৮ সালের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি আমানতকারীর অর্থের পরিমাণ বেড়ে হয় ৪ লাখ ৭৮ হাজার ৬৫৯ কোটি টাকা। মোট আমানতকারীর ৪৪ দশমিক ২৭ শতাংশ কোটিপতি। ফলে, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের পাঁচ বছরে কোটিপতি আমানতকারীর আমানত বেড়েছে ২ লাখ ৩১ হাজার ৪৮৩ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়