শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্ত খান ও ভারতীয় অভিনেত্রী নেহার ‘প্রেম চোর’

আবু সুফিয়ান রতন : ঢাকাই ছবির নতুন নায়ক শান্ত খান ও ভারতীয় অভিনেত্রী নেহা আমানদীপ। জুটি বেঁধে তারা অভিনয় করেছেন উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’  ছবিতে।

এরইমধ্যে প্রথম গান প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। ‘ও বিউটিফুল, ফোনের মেমোরিটা হলো তোর ছবিতে ফুল’ এমন কথার পুরোপুরি পার্টি ধাঁচের এ গানের কোরিওগ্রাফি করেছেন কলকাতার নামী নৃত্য পরিচালক বাবা যাদব।

গানটি ইউটিউবে প্রকাশের পর অল্প সময়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকের মন্তব্য ছিল এমন, শান্ত ও নেহা নবাগত হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকজন লিখেছেন, নতুন হিসেবে অনেক ভালো হয়েছে। সামনেতে আরো অনেক ভালো করতে হবে। বেস্ট অব লাক শান্ত। এছাড়া অনেকেই আকাশ সেনের গাওয়া গানটির প্রশংসা করেছেন।

`প্রেম চোর’ ছবির টাইলেট গান এটি। গানটির ব্যাপ্তী সাড়ে ৩ মিনিট। এ গানে নেচেছেন শান্ত ও নেহা। গানটি প্রসঙ্গে শান্ত খান বলেন, এই গানটি ছবির একটি টার্নিং পয়েন্ট। গানটির জন্য সকাল ৯ টা রাত ১০ টা পর্যন্ত রিহার্সেল করেছি। অনেক কষ্ট করতে হয়েছে। যখন শুটিং হচ্ছিল আমার কোনো ভুল হচ্ছিল না।

তিনি বলেন, ছবিতে আরও কয়েকটি গান রয়েছে। সবগুলো গানই ভালো লাগার মতো। আশা করছি, গান ও ছবি দুটোই দর্শকরা গ্রহণ করবে।  প্রস্তুত হয়েই চলচ্চিত্রে অভিনয় করেছি। দেশের বাইরে থেকে অভিনয়, নাচের গ্রুমিং করেছি। পরিচালক যেভাবে বলেছেন কাজের চেষ্টা করেছি। সবার সহযোগিতা পেলে আগামীতে চলচ্চিত্রে নিয়মিত হতে চাই।

প্রেম চোর’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। তিনি বলেন, ‘শান্ত এখনও ছেলে মানুষ। ওর থেকে অনেক বেশি আশা করতে পারিনা। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটুকু আশা তার কাছে করেছিলাম সেটা পেয়েছি।’

ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠাটির কর্ণধার সেলিম খান বলেন, ‘প্রেম চোর’ আসন্ন ঈদে মুক্তির সম্ভাবনা আছে। পাশাপাশি কলকাতাতেও সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি দেয়া হবে ছবিটি। চলচ্চিত্রে শান্ত খানের যাত্রা রাজকীয় হোক।

প্রযোজক সেলিম খানের সঙ্গে আলাপ করে জানা যায়, বুধবার ‘প্রেম চোর’ ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়