স্পোর্টস ডেস্ক : গোলবারের অতন্দ্র প্রহরী আজ পর্যন্ত খুঁজে পায়নি বাংলাদেশ ফুটবল দল। এই সমস্যাটা বাংলাদেশের অনেক পুরোনো সমস্যা। তবে এই সমস্যা সমাধানে হাইপ্রোফাইল গোলকিপার কোচ নিয়োগ দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ হিসেবে আসছেন ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় ববি মিমস। খেলোয়াড় ছাড়াও কোচিং ক্যারিয়ার ও সমৃদ্ধ তার। খবর : স্পোর্টস নিউজ বাংলাদেশ
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব হাল সিটির গোল কিপার কোচ হিসেবে ছিলেন ২০১৬-১৭ মৌসুমে। কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়েস্টহ্যাম শহরেও। এবং সর্বশেষ কাজ করেছেন আইএসএলের ক্লাব এথলেটিকো দি কলকাতার সাথে।
তিনি খেলোয়াড় হিসেবে মাঠ মাতিয়েছেন (১৯৮৫-৮৮) থেকে এভারটন, (১৯৮৬-৮৭) ম্যানচেস্টার সিটি এবং (১৯৮৮-৯০) টটেনহ্যাম হটস্পার্সের হয়ে।