শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লি’র চোখে বিশ্বকাপে ঝড় তুলবে বুমরাহ, স্টার্ক ও কামিন্স

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৫দিনের পার্থক্য। ইতিমধ্যে গতকাল ১০ দলের অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও শেষ করেছে আইসিসি। তবে এখনো ক্রিকেট বিশ্লেষকদের বিশ্লেষণ শেষ হয়নি যদিও এটা চলতে থাকবে যতক্ষন না অংশ নেওয়া দলগুলো কাক্সিক্ষত শিরোপা ঘরে তুলবে। এই বিশ্বকাপকে সামনে রেখে সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্রেট লি দিয়েছেন কোন বোলার করবেন এই আসরে আধিপত্য। তিনি ৩ জন পেসারকে বেছে নিয়েছেন, যারা এবারের বিশ্বকাপে গতির ঝড়ে ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করবে। লির পছন্দের ৩ জনের তালিকার ২ জনই তার স্বদেশি।

একসময় তিনিও গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের মনে ত্রাসে সৃষ্টি করেছেন। সাবেক এই অজি পেসার তাই বিশ্বকাপ শুরুর আগে তার উত্তরসূরি ৩ জনকেই বেছে নিলেন। এই ৩ জন পেসার হলেন, ভারতের জাসপ্রীত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

ভারতীয় পেসার বুমরাহ অভিষেকের পর থেকেই প্রশংসা কুড়িয়ে চলেছেন। খুব অল্প সময়েই উঠে এসেছেন আইসিসি ওডিআই বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। বুমরাহ সম্পর্কে লির মূল্যায়ন, ‘কী অসাধারণ একজন বোলার সে! তার দখলে বেশকিছু রেকর্ড আছে। তার হাতে ভালো পেস আছে এবং সে ধারাবাহিকভাবে দারুণ ইয়র্কার করতে পারে।’

এছাড়াও স্বদেশি দুই পেসার স্টার্ক ও কামিন্স সম্পর্কে লি বলেন, ‘এক্ষেত্রে আপনার স্টার্ককে বেছে নিতে হবেই। কারণ সে একজন বিশ্বমানের বোলার এবং এখনও সে তার দক্ষতা ধরে রেখেছে। তার পেস সামলানো খুব সহজ নয়। আর কামিন্সের হাতেও পেস আছে। সে লাইন-লেন্থ যথাযথ রেখে ও বৈচিত্র্যতা এনে বোলিং করতে পারে। হ্যা, একজন পেসারের প্রয়োজনীয় সব অস্ত্রই সে প্রয়োগ করতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়