শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লি’র চোখে বিশ্বকাপে ঝড় তুলবে বুমরাহ, স্টার্ক ও কামিন্স

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৫দিনের পার্থক্য। ইতিমধ্যে গতকাল ১০ দলের অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও শেষ করেছে আইসিসি। তবে এখনো ক্রিকেট বিশ্লেষকদের বিশ্লেষণ শেষ হয়নি যদিও এটা চলতে থাকবে যতক্ষন না অংশ নেওয়া দলগুলো কাক্সিক্ষত শিরোপা ঘরে তুলবে। এই বিশ্বকাপকে সামনে রেখে সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্রেট লি দিয়েছেন কোন বোলার করবেন এই আসরে আধিপত্য। তিনি ৩ জন পেসারকে বেছে নিয়েছেন, যারা এবারের বিশ্বকাপে গতির ঝড়ে ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করবে। লির পছন্দের ৩ জনের তালিকার ২ জনই তার স্বদেশি।

একসময় তিনিও গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের মনে ত্রাসে সৃষ্টি করেছেন। সাবেক এই অজি পেসার তাই বিশ্বকাপ শুরুর আগে তার উত্তরসূরি ৩ জনকেই বেছে নিলেন। এই ৩ জন পেসার হলেন, ভারতের জাসপ্রীত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

ভারতীয় পেসার বুমরাহ অভিষেকের পর থেকেই প্রশংসা কুড়িয়ে চলেছেন। খুব অল্প সময়েই উঠে এসেছেন আইসিসি ওডিআই বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। বুমরাহ সম্পর্কে লির মূল্যায়ন, ‘কী অসাধারণ একজন বোলার সে! তার দখলে বেশকিছু রেকর্ড আছে। তার হাতে ভালো পেস আছে এবং সে ধারাবাহিকভাবে দারুণ ইয়র্কার করতে পারে।’

এছাড়াও স্বদেশি দুই পেসার স্টার্ক ও কামিন্স সম্পর্কে লি বলেন, ‘এক্ষেত্রে আপনার স্টার্ককে বেছে নিতে হবেই। কারণ সে একজন বিশ্বমানের বোলার এবং এখনও সে তার দক্ষতা ধরে রেখেছে। তার পেস সামলানো খুব সহজ নয়। আর কামিন্সের হাতেও পেস আছে। সে লাইন-লেন্থ যথাযথ রেখে ও বৈচিত্র্যতা এনে বোলিং করতে পারে। হ্যা, একজন পেসারের প্রয়োজনীয় সব অস্ত্রই সে প্রয়োগ করতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়