শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:০৭ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী সাপের কামড়ে দৈনিক ২শ মানুষের মৃত্যু হয়

আব্দুর রাজ্জাক : সাপের কামড়ে বিশ্বব্যাপী মৃত্যুহারের ওপর এই মূল্যায়নটি বৃহস্পতিবার প্রকাশ করে ব্রিটিশ ওয়েলকাম ট্রাস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এই সংস্থার মূল্যায়নকে সমর্থন করেছে। সাপের কামড়ে মৃত্যু ও পঙ্গুত্বের হার অর্ধেক কমিয়ে আনতে কাজ শুরু করেছে ব্রিটিশ এই সংস্থাটি। বিবিসি, সিএনএন

ওয়েলকাম ট্রাস্ট বলছে, সাপের কামড়ে মৃত্যুর হার সবচেয়ে বেশি আফ্রিকার সাব-সাহারা এলাকা ও এশিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে সাপের আনাঘোনা বেশি থাকে এবং গ্রামাঞ্চলের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে এর আক্রমণের শিকার হয়। আর মৃত্যুর হার এই সব এলাকায় বেশি হওয়ার কারণ হলো তাদের কাছে এন্টিভেনম বা সাপের বিষরোধক ভ্যাকসিন থাকে না। এমনকি তৎক্ষণাৎ হাসপাতালেও নেয়া সম্ভব হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিবছর প্রায় ৮১ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজারের মতো মানুষ সাপের কামড়ে মারা যায়। তবে সাপের আক্রমণের শিকার হয় বিশ্বব্যাপী প্রায় ৫০ লাখ মানুষ। কিন্তু শরীরে বিষ প্রবেশ করতে পারে তাদের অর্ধেকের কিছু বেশি মানুষের। আর সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ভারতেই এই সমীক্ষার অর্ধেকের বেশি। কারণ ভারতের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের অসচেতনতা ও চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা এক ধরণের সংকটে রূপ নিয়েছে।

তবে সাপের কামড় একটি চিকিৎসাযোগ্য বিষয় বলে মন্তব্য করেন ওয়েলকাম ট্রাস্টের পরিচালক প্রফেসর মাইক টারনার। তিনি বলেন, সঠিক এন্টিভেনম দিয়ে চিকিৎসা করলে অধিকাংশ ক্ষেত্রে প্রাণহানি রোধ করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়