শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:০২ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে আমাদের উচিৎ অসহায়দের পাশে দাঁড়ানো : বিপাশা কবির

বিনোদন প্রতিবেদক : শোবিজে দুনিয়ায় তার পথচলা ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ১৪তম স্থান অধিকার করেন। সেই সময় থেকে মডেলিং ও অভিনয়ে নাম লেখান তিনি। অভিনয় করেছেন একাধিক নাটকে। ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। একে একে প্রায় ৫০ টির বেশি ছবির আইটেম গানে নেচে রূপালি পর্দায় বিপাশা কবির পেয়েছেন আলদা পরিচিতি। শুধু তাই নয় বেশ কিছু চলচ্চিত্রে নায়িকার ভ‚মিকায় অভিনয় করেছেন। অভিনয় করছেন বেশকিছু ওয়েব সিরিজেও। পাশাপাশি মিউজিক ভিডিতে কাজ করছেন নিয়মিত। বৃহস্পতিবার বিপাশার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমাদের সময় ডট কম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

তার জন্মদিনের প্রথম প্রহরটা কেটেছে বন্ধু-বান্ধবীর সঙ্গে কেক কেটে। নিজের জন্মদিনের কোনও আয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘রোজা চলছে তাই তেমন কোন আয়োজন করিনি। পরিবারের সঙ্গেই জন্মদিনটি কাটাচ্ছি। সারা বছর আমাদের তো নানা ভাবেই কেটে যায় অন্তত এই রোজার মাসে আমাদের উচিৎ অসহায়দের পাশে দাঁড়ানো। তাদের সঙ্গে দুঃখ-সুখ ভাগাভাগি করে নেয়া। তাহলে হয়তো কেউ না কেউ উপকৃত হবে। এভাবে এক থেকে অনেক মানুষই পাশে দাঁড়াবে।’

সম্প্রতি ওয়েব সিজির ও একটি ইসলামিক মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন। পাশাপাশি শাকিব খান অভিনীত একটু প্রেম দরকার ছবিতে আইটেম গানে পারর্ফম করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও ভেলকিবাজী নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়