শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:০২ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে আমাদের উচিৎ অসহায়দের পাশে দাঁড়ানো : বিপাশা কবির

বিনোদন প্রতিবেদক : শোবিজে দুনিয়ায় তার পথচলা ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ১৪তম স্থান অধিকার করেন। সেই সময় থেকে মডেলিং ও অভিনয়ে নাম লেখান তিনি। অভিনয় করেছেন একাধিক নাটকে। ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। একে একে প্রায় ৫০ টির বেশি ছবির আইটেম গানে নেচে রূপালি পর্দায় বিপাশা কবির পেয়েছেন আলদা পরিচিতি। শুধু তাই নয় বেশ কিছু চলচ্চিত্রে নায়িকার ভ‚মিকায় অভিনয় করেছেন। অভিনয় করছেন বেশকিছু ওয়েব সিরিজেও। পাশাপাশি মিউজিক ভিডিতে কাজ করছেন নিয়মিত। বৃহস্পতিবার বিপাশার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমাদের সময় ডট কম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

তার জন্মদিনের প্রথম প্রহরটা কেটেছে বন্ধু-বান্ধবীর সঙ্গে কেক কেটে। নিজের জন্মদিনের কোনও আয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘রোজা চলছে তাই তেমন কোন আয়োজন করিনি। পরিবারের সঙ্গেই জন্মদিনটি কাটাচ্ছি। সারা বছর আমাদের তো নানা ভাবেই কেটে যায় অন্তত এই রোজার মাসে আমাদের উচিৎ অসহায়দের পাশে দাঁড়ানো। তাদের সঙ্গে দুঃখ-সুখ ভাগাভাগি করে নেয়া। তাহলে হয়তো কেউ না কেউ উপকৃত হবে। এভাবে এক থেকে অনেক মানুষই পাশে দাঁড়াবে।’

সম্প্রতি ওয়েব সিজির ও একটি ইসলামিক মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন। পাশাপাশি শাকিব খান অভিনীত একটু প্রেম দরকার ছবিতে আইটেম গানে পারর্ফম করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও ভেলকিবাজী নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়