শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের জন্য ব্যাটিং লাইনআপ বড় করার পরিকল্পনা রোডসের

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে রানের বন্যা বয়ে যাবে সেটা টুর্নামেন্ট শুরু আগে থেকেই বুঝা যাচ্ছে। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার সিরিজের দিকে তাকালে দেখা যায় প্রত্যেক ম্যাচ ৩’শ এর বেশি রান হয়েছে। আর বাংলাদেশকে দলকে তিন’শর বেশি রান করার টার্গেট রেখেই বিশ্বকাপের মিশনে নামতে হবে। সেই কথা মাথায় রেখে টাইগারদের প্রস্তুত করে নিচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।

বিশ্বকাপের জন্য তার মূল পরিকল্পনা এই ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যতটা বড় করা যায়। ১-৭ পর্যন্ত মূল ব্যাটসম্যানরাই খেলবে। আটে ও নয়ে দেখা যেতে পারে সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোডস বলেন, ‘লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলার চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেবল একজন বোলার থাকে যে ব্যাটিংয়ে অতো পারদর্শী নয়, তিনজন নয়। আমার মনে হয় এটা বড় রান করতে সাহায্য করবে। যখন অনেক বড় রান তাড়া করতে হবে তখন শেষ দিকে তিন-চার ওভারে অনেক উইকেট পড়তে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘ঝড়ো ব্যাটিং করার ক্ষমতা সাব্বিরের রয়েছে। শেষের রান বাড়ানোর সামর্থ্য তার রয়েছে। যদি ওভারপ্রতি ৭ করে প্রয়োজন তাহলেও তার বোঝার ক্ষমতা রয়েছে যে কাজটা তারই শেষ করে আসতে হবে। মাহমুদউল্লাহর বেলাতেও ব্যাপারটা একই। মোসাদ্দেক কি করতে পারে আপনারা দেখেছেন। এছাড়া মিরাজ, মিঠুন, সাইফুদ্দিনকে আমরা শেষ পর্যন্ত ব্যাট করতে দেখতে চাই। পাঁচ, ছয়, সাত, আট, নয় এমন পজিশনে তারা খেলবে। মাশরাফিও মারতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়