শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের জন্য ব্যাটিং লাইনআপ বড় করার পরিকল্পনা রোডসের

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে রানের বন্যা বয়ে যাবে সেটা টুর্নামেন্ট শুরু আগে থেকেই বুঝা যাচ্ছে। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার সিরিজের দিকে তাকালে দেখা যায় প্রত্যেক ম্যাচ ৩’শ এর বেশি রান হয়েছে। আর বাংলাদেশকে দলকে তিন’শর বেশি রান করার টার্গেট রেখেই বিশ্বকাপের মিশনে নামতে হবে। সেই কথা মাথায় রেখে টাইগারদের প্রস্তুত করে নিচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।

বিশ্বকাপের জন্য তার মূল পরিকল্পনা এই ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যতটা বড় করা যায়। ১-৭ পর্যন্ত মূল ব্যাটসম্যানরাই খেলবে। আটে ও নয়ে দেখা যেতে পারে সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোডস বলেন, ‘লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলার চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেবল একজন বোলার থাকে যে ব্যাটিংয়ে অতো পারদর্শী নয়, তিনজন নয়। আমার মনে হয় এটা বড় রান করতে সাহায্য করবে। যখন অনেক বড় রান তাড়া করতে হবে তখন শেষ দিকে তিন-চার ওভারে অনেক উইকেট পড়তে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘ঝড়ো ব্যাটিং করার ক্ষমতা সাব্বিরের রয়েছে। শেষের রান বাড়ানোর সামর্থ্য তার রয়েছে। যদি ওভারপ্রতি ৭ করে প্রয়োজন তাহলেও তার বোঝার ক্ষমতা রয়েছে যে কাজটা তারই শেষ করে আসতে হবে। মাহমুদউল্লাহর বেলাতেও ব্যাপারটা একই। মোসাদ্দেক কি করতে পারে আপনারা দেখেছেন। এছাড়া মিরাজ, মিঠুন, সাইফুদ্দিনকে আমরা শেষ পর্যন্ত ব্যাট করতে দেখতে চাই। পাঁচ, ছয়, সাত, আট, নয় এমন পজিশনে তারা খেলবে। মাশরাফিও মারতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়