সান্দ্রা নন্দিনী : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইরানকে পরমাণু কর্মসূচি বিষয়ে নমনীয় করতে নিজের কৃতিত্ব উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রর উচিৎ হবে ইরানের সঙ্গে উত্তেজনা হ্রাস করতে যাবতীয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা। হিলারি আরও মনে করেন, ইরানকে যুদ্ধের হুমকি-ধামকি দেওয়া বন্ধ করে যুক্তরাষ্ট্রকে সমস্যা সমাধানে আরও কূটনৈতিক সক্ষমতা দেখাতে হবে। মঙ্গলবার ফক্স নিউজ এক প্রতিবেদনে এখবর নিশ্চিত করে। স্পুৎনিক
হিলারি বলেন, ‘ইরানের সঙ্গে মধ্যস্ততায় যুক্তরাষ্ট্রই পরমাণু কর্মসূচির বিষয়ে তাদেরকে নেতৃত্ব দিয়েছিলো। আর আমি মনে করি যুক্তরাষ্ট্রের এখনও তাই করা উচিৎ।’
হিলারি বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের বিরোধিতায় সোচ্চার ছিলেন। ২০১৮ সালে ইরানের সাথে ৬ পরাশক্তির পরমাণুচুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণার প্রেক্ষিতে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন হিলারি।