শিরোনাম
◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৪৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্টার সানডে হামলার পর শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা, লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে, বললেন অর্থ প্রতিমন্ত্রী

শাহনাজ বেগম : শ্রীলঙ্কায় ইস্টার সানডের সিরিজ বোমা হামলার পর দেশটিতে পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩-৪ ভাগ হ্রাসের আশঙ্কা রয়েছে বলে মঙ্গলবার অর্থ প্রতিমন্ত্রী ইরান বিক্রমারত্নে জানিয়েছেন। ইয়ন, রয়টার্স

এই মাসে ১০ জন বিশ্লেষকের এক জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে যে, চলতি বছরে এ পর্যন্ত শতকরা ২.৫ ভাগ রাজস্ব আয় হয়েছে যা ২০১১ সালের পর সর্বনিম্ন । পর্যটন, বৈদেশিক বিনিয়োগ এবং সামগ্রিক ব্যবসায়িক কার্যকলাপসহ প্রত্যাশিত সব ক্ষেত্রেই ধসের আশঙ্কা রয়েছে।

২১ এপ্রিল বোমা হামলার পর ২৪ বিদেশীসহ ২৫০ জন নিহত হয়েছে এবং ওই হামলার দায় স্বীকার করে আইএস।
তবে কয়েকজন বিশ্লেষক জানান, বছরের দ্বিতীয়ভাগে অর্থনৈতিক উন্নয়ন হতে পারে। তবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যয় বৃদ্ধিসহ পতনশীল বিনিয়োগের প্রভাবকে নমনীয় করবে এবং এই বছর পর্যটন খাতে সম্ভাব্য ১শ’ কোটি ডলার হ্রাস পাবে।

গত বছর দ্বীপটির পর্যটন খাত থেকে প্রায় সাড়ে ৪শ’ কোটি ডলার আয় করেছে। এপ্রিল মাস পর্যন্ত শতকরা ৭দশমিক ৫ ভাগ আয় করে। তবে প্রাথমিকভাবে সেন্ট্রাল ব্যাংক থেকে নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে না বলেও তিনি জানান। যদিও আমরা সারা বছরের অর্থনৈতিক আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হব না তবে সেন্ট্রাল ব্যাংক থেকে সর্বশেষ বাজেটের উপর অনেকাংশে নির্ভর করছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়