আসিফ হাসান কাজল: দুর্নীতি ও খাদ্যে ভেজাল প্রতিরোধে কর্মচারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গভর্মেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শামছুল আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি এলাকায় কোন ব্যক্তি যদি মসজিদ, মন্দির, গির্জায় ৫ লাখ টাকা অনুদান দেন তখন সবাই বাহবা দিতে থাকেন। কেউ এই প্রশ্ন অনুদানকারীকে করেন না এই অর্থের উৎস কি! ঠিক তেমনি বিয়ের বাজারে মেয়ের মা তার মেয়ের জন্য এমন পাত্রী খুঁজতে থাকেন যার উপুরী বেশি। সেই কারণে আমাদের সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পড়েন তার চেয়ে বুয়েটের ছাত্রের মূল্য বেশি ! আমাদের এমন ধারণা থেকে বের হতে হবে। এভাবে সমাজ থেকে দুর্নীতি রোধ করা যাবেনা। তিনি বলেন, সমাজব্যবস্থা ও পারিবারিক শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টির মাধ্যমেই এই অবস্থার পরিবর্তনের সূচনা সম্ভব।