শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে আতঙ্ক বিশ্বজুড়ে, কানাডার সঙ্গে চুক্তিতে শুল্ক কমালেন ট্রাম্প

ফাতেমা ইসলাম : সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধে জড়ানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে। এই অবস্থায় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার এবং পাল্টা শুল্ক কমানোর ব্যাপারে কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তি করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর ফলে কিছুটা স্বস্তি ফিরলো আন্তর্জাতিক মহলে। শুক্রবার কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তির পরে ট্রাম্প বলেন, আমরা কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছি। এর ফলে ওই দুই দেশে আমাদের পণ্যও বিনা শুল্কে অথবা খুব কম শুল্কে বিক্রি করতে পারব। যুগশঙ্খ

কিছুদিন ধরেই চীনের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধের পারদ এক ধাপ চড়েছে। কানাডা, মেক্সিকো ও ইইউ-র সঙ্গেও ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্কে মসৃণতা নেই। গত বছরই ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে যথাক্রমে ২৫% ও ১০% আমদানি শুল্ক চাপিয়েছিলো আমেরিকা। আবার আমেরিকা থেকে যাওয়া মোটর সাইকেল, ফলের রস, হুইস্কির উচ্চ হারে শুল্ক চাপায় ইইউ। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে একের পর এক দেওয়াল উঠতে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে এই অবস্থায় এক ধাপ হলেও এগোলো উত্তর আমেরিকার তিন দেশ। এতে তাদের মধ্যে নতুন উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তির কাজ এগোতে পারবে বলে মনে করা হচ্ছে।

আপাতত আমেরিকা যদি কিছুটা স্বস্তির পথ নেয় তাহলে বিশ্ব বাজারেও এর প্রভাব কম পড়বে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়