শিরোনাম
◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে আতঙ্ক বিশ্বজুড়ে, কানাডার সঙ্গে চুক্তিতে শুল্ক কমালেন ট্রাম্প

ফাতেমা ইসলাম : সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধে জড়ানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে। এই অবস্থায় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার এবং পাল্টা শুল্ক কমানোর ব্যাপারে কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তি করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর ফলে কিছুটা স্বস্তি ফিরলো আন্তর্জাতিক মহলে। শুক্রবার কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তির পরে ট্রাম্প বলেন, আমরা কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছি। এর ফলে ওই দুই দেশে আমাদের পণ্যও বিনা শুল্কে অথবা খুব কম শুল্কে বিক্রি করতে পারব। যুগশঙ্খ

কিছুদিন ধরেই চীনের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধের পারদ এক ধাপ চড়েছে। কানাডা, মেক্সিকো ও ইইউ-র সঙ্গেও ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্কে মসৃণতা নেই। গত বছরই ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে যথাক্রমে ২৫% ও ১০% আমদানি শুল্ক চাপিয়েছিলো আমেরিকা। আবার আমেরিকা থেকে যাওয়া মোটর সাইকেল, ফলের রস, হুইস্কির উচ্চ হারে শুল্ক চাপায় ইইউ। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে একের পর এক দেওয়াল উঠতে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে এই অবস্থায় এক ধাপ হলেও এগোলো উত্তর আমেরিকার তিন দেশ। এতে তাদের মধ্যে নতুন উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তির কাজ এগোতে পারবে বলে মনে করা হচ্ছে।

আপাতত আমেরিকা যদি কিছুটা স্বস্তির পথ নেয় তাহলে বিশ্ব বাজারেও এর প্রভাব কম পড়বে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়