শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৪:০৭ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুথ ফেরত জরিপকে ‘গসিপ’ বললেন মমতা

সান্দ্রা নন্দিনী : ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনের শেষধাপের ভোটে বুথফেরত জরিপের পূর্বাভাস দেশটির বিরোধীজোটকে রীতিমত হতবাক করে দিলেও একে সত্য বলে মানতে কোনভাবেই রাজি নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট-বার্তায় জরিপ পূর্বাভাসকে ‘গসিপ’ বলে উড়িয়ে দেন মমতা। উল্লেখ্য, রোববার সন্ধ্যার পরপরই বুথফেরত জরিপ প্রকাশিত হতে থাকে। এনডিটিভি

মমতা বলেন, ‘এসব বুথফেরত গসিপে আমি অন্তত বিশ্বাস করি না। গুজব ছড়িয়ে হাজার হাজার ইভিএম সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে। এসবে কেউ বিশ্বাস করবেন না। এই পরিস্থিতিতে আমি সকল বিরোধীদলকে ঐক্যবদ্ধ, সক্রিয় ও শক্তিশালী হওয়ার আহ্বান জানাই। এই লড়াই সকলে একসাথে মিলে লড়তে হবে।’

প্রায় সবক’টি বুথফেরত জরিপের হিসেবেই দেখা যাচ্ছে, কেন্দ্রে সরকার গড়ার লড়াইতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বুথফেরত সমীক্ষার হিসেবে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল নরেন্দ্র মোদীর সামনে ।

পরে ফোনে এবিপি আনন্দকে মমতা বলেন, ‘টোটাল গসিপ। এরা কেউ ভগবানের দূত নয়। এদের থিওরি আমি বিশ্বাস করি না। এটা একটা চক্রান্ত। ইভিএম সবই পাল্টে দিতে পারে। এটা আমার সন্দেহ। ইতোমধ্যেই আমার চার-পাঁচজনের সঙ্গে কথা হয়েছে। ভাল করে পাহারা দিন। কোনওভাবেই যাতে ইভিএম পাল্টাতে না পারে। পুরোটাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা, যাতে বিরোধী জোট বাঁধতে না পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়