শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিতে চাইল্ডস রাইটস কমিশন দরকার, বললেন আশিক ইকবাল

নুর নাহার : আর্ন্তজাতিক শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, বাংলাদেশের শিশুদের সুরক্ষা ও উন্নয়নে বাজেটে আরও বেশি বরাদ্দ থাকা দরকার। বাংলাদেশি শিশুদের উপরে যৌন নির্যাতনসহ বিভিন্ন রকম নিপীড়নের পরিমাণ বাড়ছে বলে তারা আশঙ্কা করছে। প্রতিষ্ঠানটি বলছে এর জন্য প্রয়োজন বাজেটে অধিকতর বরাদ্দ এবং দিক নির্দেশনা। বিবিসি বাংলা

সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক উপপরিচালক আশিক ইকবাল বলেন, বাজেটে শিশুদের জন্য যে বরাদ্ধগুলো থাকে মূলত শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা খাতে, সেগুলো বেড়েছে আক্ষরিক অর্থে। কিন্তু বাজেটের শতাংশে দেখা যায় এটি কমেছে। ফলে শিশুর অধিকার পরিচিতি বাংলাদেশে যেটা সেটা তেমন পরির্বতন হতে দেখি না। অনেক শিশু শিক্ষা ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে, ঝড়ে পড়া শিশুর সংখ্যা অনেক। ৫.৫ মিলিয়নের মতো শিশু এখনো শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে।

আশিক ইকবাল বলেন, শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক উন্নতি হলেও এখনো আমাদের হাত অনেক বেশি বিষাক্ত। আর সুরক্ষার বিষয়টিতে পরিস্থিতি আরো বেশি খারাপ। শিশু ধর্ষণ থেকে শুরু করে হত্যা, যৌন হয়রানিসহ অনেক ধরনের সুরক্ষার জায়গা থেকে অনেক ধরনের উৎকন্ঠা বিষয় দেখতে পাই।

তিনি বলেন, বরাদ্দের বিশেষ প্রয়োজন রয়েছে সুরক্ষা জায়গাটিতে নিশ্চিত করা জন্য। মানবাধিকার নিশ্চিত করার জন্য যেমন হিউম্যান রাইটস কমিশন আছে তেমনি শিশুর সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিত করতে চাইল্ডস রাইটস কমিশন হওয়া দরকার। উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো গড়ে ওঠেনি। প্রয়োজনীয় বাজেট ও অধিকতর বরাদ্দ এবং দিক-নির্দেশনা থাকলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। সম্পাদনা: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়