শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিতে চাইল্ডস রাইটস কমিশন দরকার, বললেন আশিক ইকবাল

নুর নাহার : আর্ন্তজাতিক শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, বাংলাদেশের শিশুদের সুরক্ষা ও উন্নয়নে বাজেটে আরও বেশি বরাদ্দ থাকা দরকার। বাংলাদেশি শিশুদের উপরে যৌন নির্যাতনসহ বিভিন্ন রকম নিপীড়নের পরিমাণ বাড়ছে বলে তারা আশঙ্কা করছে। প্রতিষ্ঠানটি বলছে এর জন্য প্রয়োজন বাজেটে অধিকতর বরাদ্দ এবং দিক নির্দেশনা। বিবিসি বাংলা

সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক উপপরিচালক আশিক ইকবাল বলেন, বাজেটে শিশুদের জন্য যে বরাদ্ধগুলো থাকে মূলত শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা খাতে, সেগুলো বেড়েছে আক্ষরিক অর্থে। কিন্তু বাজেটের শতাংশে দেখা যায় এটি কমেছে। ফলে শিশুর অধিকার পরিচিতি বাংলাদেশে যেটা সেটা তেমন পরির্বতন হতে দেখি না। অনেক শিশু শিক্ষা ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে, ঝড়ে পড়া শিশুর সংখ্যা অনেক। ৫.৫ মিলিয়নের মতো শিশু এখনো শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে।

আশিক ইকবাল বলেন, শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক উন্নতি হলেও এখনো আমাদের হাত অনেক বেশি বিষাক্ত। আর সুরক্ষার বিষয়টিতে পরিস্থিতি আরো বেশি খারাপ। শিশু ধর্ষণ থেকে শুরু করে হত্যা, যৌন হয়রানিসহ অনেক ধরনের সুরক্ষার জায়গা থেকে অনেক ধরনের উৎকন্ঠা বিষয় দেখতে পাই।

তিনি বলেন, বরাদ্দের বিশেষ প্রয়োজন রয়েছে সুরক্ষা জায়গাটিতে নিশ্চিত করা জন্য। মানবাধিকার নিশ্চিত করার জন্য যেমন হিউম্যান রাইটস কমিশন আছে তেমনি শিশুর সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিত করতে চাইল্ডস রাইটস কমিশন হওয়া দরকার। উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো গড়ে ওঠেনি। প্রয়োজনীয় বাজেট ও অধিকতর বরাদ্দ এবং দিক-নির্দেশনা থাকলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। সম্পাদনা: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়