শিরোনাম
◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয়

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান যুবাদের বিরুদ্ধে জয় থেকে ৩৬ রান দূরে কিশোর টাইগাররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম ৩ দিনের ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ১১৯ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৮৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে।

৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথ দেখাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান সাকিব শাহরিয়ার। জয়ের জন্য আর মাত্র ৩৬ রান দরকার খুদে টাইগারদের।

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানে ওপেনার সাজ্জাদুল হোসেন মিরাজ মাত্র ৫ রান করে রান আউট হয়ে ফিরেন। এরপর ১৫ রান করে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার মাহফুজুল ইসলাম রবিন।

বেশিক্ষণ টিকতে পারেননি সোহাগ আলীও। তিনি আউট হয়েছেন ৪ রান করে। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সাকিব শাহরিয়ার ও আইচ মোল্লা।

সাকিব অপরাজিত আছনে অপরাজিত ৪৬ রান করে। আইচ অপরাজিত ১১ রান করে। এর আগে, দিনের শুরুতে পাকিস্তানের ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ অল আউট হয় ১৩৯ রান করে।

টাইগার বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৯ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে বড় পুঁজি গড়তে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে তাঁরা গুড়িয়ে যায় মাত্র ১১০ রানে।

দলটির হয়ে একাই ৪৮ রান করেন সামির সাকিব। তাছাড়া ২৪ রান করেছেন আহমদ খান। এই দুইজন ছাড়া পাকিস্তান দলের আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেনি।

বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন আশিকুর রহমান ও মাহফুজুর রহমান রাব্বি। ১টি করে উইকেট গেছে মুশফিক হাসান ও তানভির আলমের ঝুলিতে। ক্রিকফ্রেঞ্জি

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৪৮ অল আউট (৫০.৪ ওভার) (ওয়াকাস-৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২)

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৩৯ অল আউট (৪৫.৫ ওভার) (রিহাদ-২৩, সাকিব ৪৩); খালিদ-৫/৩৩, আহমদ-৩/৩৮)

পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (দ্বিতীয় ইনিংস): ১১০ অলআউট (৪৪.৩ ওভার) (সামির ৪৮, আহমেদ খান ২৪) (রাব্বি ৪/৩৮, আশিকুর ৪/২১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ৮৩/৩, (২৬ ওভার) (সাকিব শাহরিয়ার ৪৬*, আইচ মোল্লা ১১*) (খালিদ ১/৩১, ফরহাদ ১/১৭)

  • সর্বশেষ
  • জনপ্রিয়