শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান যুবাদের বিরুদ্ধে জয় থেকে ৩৬ রান দূরে কিশোর টাইগাররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম ৩ দিনের ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ১১৯ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৮৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে।

৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথ দেখাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান সাকিব শাহরিয়ার। জয়ের জন্য আর মাত্র ৩৬ রান দরকার খুদে টাইগারদের।

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানে ওপেনার সাজ্জাদুল হোসেন মিরাজ মাত্র ৫ রান করে রান আউট হয়ে ফিরেন। এরপর ১৫ রান করে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার মাহফুজুল ইসলাম রবিন।

বেশিক্ষণ টিকতে পারেননি সোহাগ আলীও। তিনি আউট হয়েছেন ৪ রান করে। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সাকিব শাহরিয়ার ও আইচ মোল্লা।

সাকিব অপরাজিত আছনে অপরাজিত ৪৬ রান করে। আইচ অপরাজিত ১১ রান করে। এর আগে, দিনের শুরুতে পাকিস্তানের ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ অল আউট হয় ১৩৯ রান করে।

টাইগার বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৯ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে বড় পুঁজি গড়তে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে তাঁরা গুড়িয়ে যায় মাত্র ১১০ রানে।

দলটির হয়ে একাই ৪৮ রান করেন সামির সাকিব। তাছাড়া ২৪ রান করেছেন আহমদ খান। এই দুইজন ছাড়া পাকিস্তান দলের আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেনি।

বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন আশিকুর রহমান ও মাহফুজুর রহমান রাব্বি। ১টি করে উইকেট গেছে মুশফিক হাসান ও তানভির আলমের ঝুলিতে। ক্রিকফ্রেঞ্জি

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৪৮ অল আউট (৫০.৪ ওভার) (ওয়াকাস-৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২)

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৩৯ অল আউট (৪৫.৫ ওভার) (রিহাদ-২৩, সাকিব ৪৩); খালিদ-৫/৩৩, আহমদ-৩/৩৮)

পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (দ্বিতীয় ইনিংস): ১১০ অলআউট (৪৪.৩ ওভার) (সামির ৪৮, আহমেদ খান ২৪) (রাব্বি ৪/৩৮, আশিকুর ৪/২১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ৮৩/৩, (২৬ ওভার) (সাকিব শাহরিয়ার ৪৬*, আইচ মোল্লা ১১*) (খালিদ ১/৩১, ফরহাদ ১/১৭)

  • সর্বশেষ
  • জনপ্রিয়