শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের দুই আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প ও তার পরিবারের মামলা

লিহান লিমা: যুক্তরাষ্ট্রের দুই আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক ও ক্যাপিটাল ওয়ান ফাইনেন্সিয়াল কর্পো. এর বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার তিন সন্তান এরিক ট্রাম্প, ইভানকা ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তাদের সাতটি প্রতিষ্ঠান। ট্রাম্প পরিবারের ব্যবসা সম্পর্কিত আর্থিক কার্যক্রম নিয়ে ডোমোক্রেট কমিটির তদন্ত বন্ধে এই মামলা করেছেন তারা। গার্ডিয়ান, রয়টার্স

এর আগে ১৫ এপ্রিল হাউসের দুইটি কমিটি ট্রাম্পের আর্থিক কার্যাবলি তথ্যের জন্য ১৫টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে সমন জারি করে। যার মধ্যে এই দুই আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে।

সোমবার নিউইয়র্ক ফেডারেল আদালতে দায়ের করা এই মামলার অভিযোগপত্রে বলা হয়, ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউসের কমিটি ট্রাম্প পরিবারের ব্যবসায়িক আর্থিক তথ্যাদি জানতে যে সমন জারি করেছে তার কোন আইনী বৈধতা নেই। এটি পুরোপুরি প্রেসিডেন্ট ও তার পরিবারকে হয়রানি ও তার ব্যক্তিগত আর্থিক কার্যক্রম, ব্যবসা, ব্যক্তিগত তথ্যনুসন্ধানের পাঁয়তারা।’ অভিযোগে আরো বলা হয়, ডেমোক্রেটরা ট্রাম্প পরিবারের আর্থিক কার্যাবলি প্রকাশ্যে এনে এটিকে প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছেন।

যদিও ফিনেন্সিয়াল সার্ভিস কমিটির প্রধান ম্যাক্সিন ওয়াটার ও হাউসের ইন্টিলিজেন্স কমিটির প্রধান অ্যাডাম স্কিফ যৌথ বিবৃতিতে এই মামলাকে ‘অকেজো’ বলে মন্তব্য করেন। ট্রাম্প বলছেন, ডেমোক্রেটরা রাশিয়ার সঙ্গে তার চুক্তি নিয়ে অনুসন্ধান করছে। যা তিনি যে কোনভাবেই হোক আটকে দেবেন। ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্পের তিন সন্তান বলছেন, ‘আদালতের এই সমন অবৈধ ঘোষণা করার ক্ষমতা রয়েছে।’ এদিকে ডয়েচে ব্যাংকের মুখপাত্র বলেছেন, আমরা আদালতের নির্দেশ মোতাবেক যে কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করতে বাধ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়