শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিস্তল হাতে জঙ্গি স্টাইলে জৈনপূরী পীরের ভাই

সাজিয়া আক্তার : জৈনপূরী পীরের ভাই নেয়ামতউল্লাহ আব্বাসী। তার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। ছবিতে দেখা গেছে, জঙ্গিদের মতো কাবলি পড়া, বুকে কোমরে কালো বেল্ট, হাতে রিভলবার এবং ডানদিকে দেয়াল ঘেঁষে রাখা একটি অত্যাধুনিক এসএমজি। বাংলা

ছবিটি গণমাধ্যমে প্রকাশের পর নজরে আসে প্রশাসনের। নেয়ামতউল্লাহকে ধরতে অভিযান চালায় পুলিশ। তবে তার আগেই সটকে পড়েন নেয়ামতউল্লাহ।

জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামতউল্লাহ আব্বাসীর নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে একটি গার্মেন্টসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেয়ামতউল্লাহ আব্বাসীর নেতৃত্বে তার অনুগামীরা পুলিশের উপরেও হামলা চালায়। পরে সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে নেয়ামতউল্লাহ আব্বাসীর ৪ সহযোগীকেও গ্রেপ্তার করলেও পালিয়ে যায় আব্বাসী।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নেয়ামতউল্লাহ আব্বাসীসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে এইচ এন অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসের কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পরই পালিয়ে যায় নেয়ামতউল্লাহ আব্বাসী। পরদিন গণমাধ্যমে সেই আলোচিত ছবিটি প্রকাশ পায়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন শাহ পারভেজ বলেন, ‘সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় আব্বাসী মঞ্জিল নামে তাদের একটি খানকা রয়েছে। সেটি জৈনপূরী দরবার নামে পরিচিত।’

ছবি প্রসঙ্গে তিনি বলেন, এই ছবি আমরাও প্রথম দেখলাম। ছবির লোকটি নেয়ামতউল্লাহ আব্বাসী বলে নিশ্চিত করা গেছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ভাঙচুর ও লুটপাটের মামলাও রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়