শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প যুদ্ধ চান না কিন্তু সংঘর্ষে জড়াতে প্ররোচিত হতে পারেন, বললেন জারিফ

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন তেহরান এটি বিশ্বাস করেন না। বুধবার জাতিসংঘে ইরানি মিশনে গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভাভেদ জারিফ। তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘর্ষে জড়াতে ট্রাম্পকে প্ররোচিত করা হতে পারে। রয়টার্স

জাভেদ জারিফ বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও রক্ষণশীল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কথিত একটি ‘বি-টিম’ ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে উত্তেজিত করতে পারেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্যে রাজি হয়নি হোয়াইট হাউজ।

জারিফ ইরানের প্রতিক্রিয়ার ব্যাপারে হুঁশিয়ার করে বলেন, ‘যারা ইরানের সঙ্গে সংঘর্ষে জড়ানোর নীতি প্রস্তুত করেছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যে, স্বাভাবিক আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান হবে না। তবে আমাকে স্পষ্ট করতে হবে, ইরান যুদ্ধ চায় না। কিন্তু সংঘর্ষ বাধলে ইরান নিজেকে রক্ষা না করে পরিস্থিতি থেকে পলায়ন করবে না।’

সম্ভাব্য পরিস্থিতির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘যে কোনো দুর্ঘটনা এই অঞ্চলে একটি মারাত্মক সংকটের কারণ হতে পারে।’

উল্লেখ্য, ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র গত বছর সরে গিয়ে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়