শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক নিরাপত্তা বাড়াতে চাপ দিলেও পোশাকের দাম বৃদ্ধি করেনি বিদেশী ক্রেতা, বলছেন কারখানার মালিকরা

কেএম নাহিদ : ঢাকার গাজীপুরে একটি পোশাক কারখানা যেখানে প্রায় দুই হাজারের মতো শ্রমিক আছে। কাজের পরিবেশ নিরাপদ করার জন্য প্রায় সাত কোটি টাকা খরচ করতে হয়েছে। রানা প্লাজা ধসের পর বিদেশী ক্রেতাদের চাপে পড়ে এ কাজ করতে বাধ্য হয়েছেন বলে বুধবার বিবিসি বাংলা সঙ্গে সাক্ষাতকারে কারখানার মালিক জানান।

যারা কারখানা নিরাপদ করার জন্য টাকা ব্যয় করেছেন, তারা সেটি পুষি নিতে উৎপাদন বাড়ানোর জন্যও বিনিয়োগ করেছেন। ফলে পোশাক রপ্তানির অর্ডার পাবার জন্য কারখানা গুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা। কিন্তু পোশাকের দাম বাড়ানোর কথা চিন্তাই করছেন না বিদেশী ক্রেতারা।

গার্মেন্টস কারখানার মালিক আরশাদ জামাল বলেন, বাংলাদেশে গার্মেন্টস পণ্য রপ্তানীতে আয় বেড়েছে। রানা প্লাজার ধসের পর বিদেশী ক্রেতাদের চাপে পড়ে। যারা কারখানা নিরাপদ করার জন্য টাকা ব্যয় করেছেন। তারা সেটি পুষিয়ে নেবার জন্য উৎপাদন বাড়াানোর জন্যও বিনিয়োগ করেছে। জামাল বলেন, ক্ষুদ্র এবং মাঝারি কারখানাগুলোর অনেকেই 'কমপ্লায়েন্স রাডারের' বাইরে। প্রায় দুই-আড়াই হাজার ফ্যাক্টরি রয়েছে তারাও করছে।

তিনি প্রশ্ন তোলেন, এই প্রতিযোগিতার বাজারে বাংলাদেশেই যদি আরেকটি প্রতিষ্ঠান কম অফার করে, তাহলে বায়াররা (ক্রেতারা) কেন স্বপ্রণোদিত হয়ে দাম বাড়াতে যাবে? । পোশাকের দাম আসলে বেড়েছে নাকি বাড়েনি সেটি নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়না। ফলে পোশাক রপ্তানির অর্ডার পাবার জন্য কারখানা গুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়