শিরোনাম
◈ পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ন্ত্রণ পাচ্ছে বিদেশি কোম্পানি ◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক নিরাপত্তা বাড়াতে চাপ দিলেও পোশাকের দাম বৃদ্ধি করেনি বিদেশী ক্রেতা, বলছেন কারখানার মালিকরা

কেএম নাহিদ : ঢাকার গাজীপুরে একটি পোশাক কারখানা যেখানে প্রায় দুই হাজারের মতো শ্রমিক আছে। কাজের পরিবেশ নিরাপদ করার জন্য প্রায় সাত কোটি টাকা খরচ করতে হয়েছে। রানা প্লাজা ধসের পর বিদেশী ক্রেতাদের চাপে পড়ে এ কাজ করতে বাধ্য হয়েছেন বলে বুধবার বিবিসি বাংলা সঙ্গে সাক্ষাতকারে কারখানার মালিক জানান।

যারা কারখানা নিরাপদ করার জন্য টাকা ব্যয় করেছেন, তারা সেটি পুষি নিতে উৎপাদন বাড়ানোর জন্যও বিনিয়োগ করেছেন। ফলে পোশাক রপ্তানির অর্ডার পাবার জন্য কারখানা গুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা। কিন্তু পোশাকের দাম বাড়ানোর কথা চিন্তাই করছেন না বিদেশী ক্রেতারা।

গার্মেন্টস কারখানার মালিক আরশাদ জামাল বলেন, বাংলাদেশে গার্মেন্টস পণ্য রপ্তানীতে আয় বেড়েছে। রানা প্লাজার ধসের পর বিদেশী ক্রেতাদের চাপে পড়ে। যারা কারখানা নিরাপদ করার জন্য টাকা ব্যয় করেছেন। তারা সেটি পুষিয়ে নেবার জন্য উৎপাদন বাড়াানোর জন্যও বিনিয়োগ করেছে। জামাল বলেন, ক্ষুদ্র এবং মাঝারি কারখানাগুলোর অনেকেই 'কমপ্লায়েন্স রাডারের' বাইরে। প্রায় দুই-আড়াই হাজার ফ্যাক্টরি রয়েছে তারাও করছে।

তিনি প্রশ্ন তোলেন, এই প্রতিযোগিতার বাজারে বাংলাদেশেই যদি আরেকটি প্রতিষ্ঠান কম অফার করে, তাহলে বায়াররা (ক্রেতারা) কেন স্বপ্রণোদিত হয়ে দাম বাড়াতে যাবে? । পোশাকের দাম আসলে বেড়েছে নাকি বাড়েনি সেটি নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়না। ফলে পোশাক রপ্তানির অর্ডার পাবার জন্য কারখানা গুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়